ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল: রান অফ ভোটে লড়বেন জালিলি এবং পেজেশকিয়ন
(last modified Sat, 29 Jun 2024 07:48:54 GMT )
জুন ২৯, ২০২৪ ১৩:৪৮ Asia/Dhaka
  • ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল: রান অফ ভোটে লড়বেন জালিলি এবং পেজেশকিয়ন

ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ (শনিবার, ৯ জুন) সকল কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।

নির্বাচনী সদর দফতরের মুখপাত্র মোহসেন ইসলামি ভোট গণনার যে (প্রাথমিক) ফলাফল ঘোষণা করেছেন, বার্তা সংস্থাগুলো কিছুক্ষণ আগে তা জানিয়েছে। চূড়ান্ত ফলাফল নিম্নরূপ:

প্রার্থীর নাম

প্রাথমিক গণনায় প্রাপ্ত ভোট

প্রাপ্ত ভোটের হার

মাসুদ পেজেশকিয়ন

১০,৪১৫,৯৯১

৪২.৪৫ শতাংশ

সাঈদ জালিলি

৯,৪৭৩,২৯৮

৩৮.৬১ শতাংশ

মোহাম্মাদ বাকের কলিবফ

৩,৩৮৩,৩৪০

১৩.৭৯ শতাংশ

মোস্তফা পুরমোহাম্মাদি

২০৬,৩৯৭

০.৮৪ শতাংশ


তাসনিম বার্তা সংস্থা আরও জানায়, এই দফা নির্বাচনে দেশের ভেতরে ও বাইরে ৬ কোটি ১৪ লক্ষ ৫২হাজার ৩২১ জন ভোট দেওয়ার যোগ্য ছিলেন। গতকাল (৮জুন, শুক্রবার) সকাল ৮:০০ টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং ৩বার সময় বাড়িয়ে রাত ১২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ইরানের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন ২০২৫ সালের জুন মাসে হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৯ মে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার সাত সফরসঙ্গীসহ এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার কারণে সংবিধানের ১৩১ এবং ১৩২ নম্বর ধারা অনুযায়ী আগাম নির্বাচন অনুষ্ঠিত হলো।#

পার্সটুডে/এনএম/২৯                       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ