'ইসলামি দেশগুলোর সহযোগিতার মাধ্যমে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে'
https://parstoday.ir/bn/news/iran-i140112-'ইসলামি_দেশগুলোর_সহযোগিতার_মাধ্যমে_মুসলমানদের_ওপর_নিপীড়ন_বন্ধ_করতে_হবে'
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইয়েমেনি সরকারের প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে বৈঠকে জোর দিয়ে বলেছেন যে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন বন্ধ করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ৩০, ২০২৪ ১৯:০০ Asia/Dhaka
  • ইরাানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন হুথি নেতা আব্দুস সালাম।
    ইরাানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন হুথি নেতা আব্দুস সালাম।

পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইয়েমেনি সরকারের প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে বৈঠকে জোর দিয়ে বলেছেন যে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন বন্ধ করতে হবে।

সোমবার রাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ইয়েমেনের জাতীয় স্যালভেশন সরকারের মুখপাত্র এবং প্রতিনিধি  দলের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম দেখা করেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তিনি  ইরান ভ্রমণে এসেছেন। প্রেসিডেন্টের ১৪তম মেয়াদে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে সব ইসলামি দেশের সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে মুসলমানদের উপর অত্যাচারের অবসান ঘটবে। পার্সটুডের মতে, এই বৈঠকে পেজেশকিয়ান স্পষ্টভাবে বলেন যে ইরান এবং ইয়েমেনের মধ্যে সম্পর্ক সাধারণ এবং অলঙ্ঘনীয় বিশ্বাস এবং সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর। এতে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং তার সমর্থকরা চাপের মুখে পড়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নয়া প্রেসিডেন্ট আরও উল্লেখ  করেন যে দাম্ভিক শক্তিগুলোর ধারাবাহিক চাপ ও  তাদের শত্রুতার বিরুদ্ধে ইয়েমেনের জনগণের প্রতিরোধও অত্যন্ত মূল্যবান এবং প্রশংসনীয়। পরিশেষে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন  যে ইরান ও ইয়েমেনের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আগের চেয়ে আরও শক্তিশালী হবে।

তিনি আরো বলেন,  ঐক্য ও সংহতি ইসলামি দেশসমূহের শক্তিকে শক্তিশালী করে এবং সকল মুসলিম দেশ ঐক্যবদ্ধ হলে ইসলামি জাতিসমূহের ওপর থেকে শত্রুদের কুদৃষ্টি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।

এদিকে, ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের মুখপাত্র ও আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ আবদুল সালামও এই বৈঠকে ইরান ও ইয়েমেনের সম্পর্ককে ব্যাপক এবং গভীর শিকড়ে গ্রথিত বলে মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন যে বিভিন্ন ক্ষেত্রে ইরান ও ইয়েমেনের দীর্ঘদিনের অভিন্নতা দুই পক্ষের মধ্যে স্থিতিশীল সম্পর্ক গঠনে ইতিবাচক ভূমিকা পালন করেছে।

আবদুল সালাম বলেন যে ইয়েমেন নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতিরক্ষার পাশাপাশি সমগ্র মুসলিম জাতির স্বার্থের জন্য একটি সম্মানজনক অবস্থান গ্রহণ করেছে। এই ইস্যুটি আঞ্চলিক ক্ষেত্রে একটি প্রভাবশালী শক্তি হিসেবে ইয়েমেনের প্রতি শত্রুদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে বলেও  উল্লেখ করেন তিনি। আব্দুল সালাম  আরো বলেন,

ইয়েমেনের বর্তমান ক্ষমতার অবস্থানের ক্ষেত্রে মহান আল্লাহর রহমত ও তাঁর দয়ার পর ইয়েমেনের নেতৃত্ব ও জনগণ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংহতি ও সমর্থনের কাছে ঋণী।

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের আলোচনাকারী দলের প্রধান ইয়েমেন ও ইরানের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর আশাবাদ ব্যক্ত  করে বলেন  যে ইয়েমেন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখবে।

শেষে আব্দুল সালাম জোর দিয়ে বলেন যে আজ ইয়েমেনের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা রয়েছে যা অন্যান্য দেশের কাছে এমন ক্ষমতা নাও থাকতে পারে। ইয়েমেনি জাতির এই পথটি দেশটির জনগণের মহৎ মূল্যবোধ ও প্রেরণার প্রতি বিশ্বাস থেকে উদ্ভূত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।#

 

পার্সটুডে/বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`