মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ম্যাকরনের কি আলোচনা হয়েছে?
(last modified Tue, 30 Jul 2024 14:39:00 GMT )
জুলাই ৩০, ২০২৪ ২০:৩৯ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ম্যাকরনের কি আলোচনা হয়েছে?

পার্সটুডে: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যকরনের সঙ্গে এক ঘন্টার টেলিফোনালাপে ইরানের নয়া প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা,ইউক্রেনের যুদ্ধ এবং গাজা ও লেবাননের সাম্প্রতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোনালাপ  হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।  লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরাইলের সাথে যে সংঘাত ও উত্তেজনা বেড়ে চলেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পেজেশকিয়ান। 

গত ৭ আগস্ট থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরাইলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। তবে গত শনিবার ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ জন নিহত এবং ৪০ জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরাইল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে এবং ইসরাইলের মন্ত্রিসভা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই হামলার প্রতিশোধ নেয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুমতি দিয়েছে। গোলান মালভূমিতে হামলার জন্য ইসরাইল হিজবুল্লাহকে দায়ী করলেও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে। 

গতকালের ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট ইরান ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাসকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিকাশের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচনা করেছেন এবং এ বিষয়ে তেহরানের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, সততা এবং আস্থা নির্মাণের ওপর ভিত্তি করে ইরান এই সম্পর্ক বাড়াতে আগ্রহী। 

মাসুদ পেজেশকিয়ান সম্মত কাঠামোর মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রস্তুতি,পক্ষগুলোর সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ইরানি জাতির বিরুদ্ধে চাপ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার অবসানের কথা ঘোষণা দেয়ার সময় এবং এই চুক্তি থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রত্যাশা নিয়ে ম্যাকরনের সঙ্গে কথা বলেন।

ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন, তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে। একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সাথেও পেজেশকিয়ানের শাসনামলে ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশা করেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`

 

 

 

ট্যাগ