শহীদ হানিয়ার দাফন অনুষ্ঠানে যোগ দিতে কাতার গেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট
(last modified Fri, 02 Aug 2024 09:37:30 GMT )
আগস্ট ০২, ২০২৪ ১৫:৩৭ Asia/Dhaka
  • শহীদ ইসমাইল হানিয়া
    শহীদ ইসমাইল হানিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নতুন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ আজ (শুক্রবার) হামাস নেতা শহীদ ইসমাইল হানিয়ার দাফন অনুষ্ঠানে অংশ নিতে কাতারে গেছেন। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট একটি প্রভাবশালী প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন।

কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান শহীদ ইসমাইল হানিয়াকে আজ দাফন করা হবে। এই অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা দোহায় গেছেন বলে জানা গেছেন।  

গত বুধবার খুব ভোরে ইরানের রাজধানী তেহরানে নিজের আবাসস্থলে দখলদার ইসরাইলের এক হামলায় শহীদ হন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ও তাঁর সফরসঙ্গী ওয়াসিম আবু শাবান।

ইরানের নয়া ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরেফ

 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার ইসরাইলের ছোড়া প্রজেক্টাইলের আঘাতে তারা শহীদ হয়েছেন। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।

গতকাল (বৃহস্পতিবার) সকালে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জানাজা নামাজের ইমামতি করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশেপাশে লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইরানে জানাজার নামাজ ও শেষ বিদায় অনুষ্ঠান শেষে শহীদের মরদেহ দোহায় নিয়ে যাওয়া হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রিয় মেহমান ইসমাইল হানিয়ার রক্তের বদলা নেওয়াকে ইরান নিজের দায়িত্ব বলে মনে করে।

হামাস নেতা হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`