ইরানের শাস্তিমূলক ব্যবস্থা ইসরাইলের পতন ত্বরান্বিত করবে: কায়ানি
(last modified Sat, 10 Aug 2024 03:55:36 GMT )
আগস্ট ১০, ২০২৪ ০৯:৫৫ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি
    ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি

হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরাইলকে যে কঠোর শাস্তি দিতে যাচ্ছে তার সঙ্গে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলোর দখলদার বিরোধী লড়াই ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসকে ত্বরান্বিত করবে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি হামাসের নতুন পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি দেন। গত মঙ্গলবার হামাসের অভ্যন্তরীণ নির্বাচনে হামাসের পলিটব্যুরো প্রধান হিসেবে ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন সিনওয়ার।

গত মাসের শেষদিকে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়া শাহাদাতবরণ করেন। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন।

হানিয়ার হত্যাকাণ্ডের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসরাইলের বিরুদ্ধে ‘কঠোর প্রতিক্রিয়া’ দেখানোর প্রতিশ্রুতি দেন।  এ সম্পর্কে ইসমাইল কায়ানি বলেন, “ইসলামি বিপ্লবের নেতা যেমনটি বলেছেন, হানিয়ার রক্তের প্রতিশোধ নেয়াকে আমরা নিজেদের কর্তব্য মনে করছি। হামাস নেতার রক্ত ইরানের মাটিতে ঝরিয়েছে ইসরাইল।”

ইয়াহিয়া সিনওয়ার

ইরানের কুদস ফোর্সের কমান্ডার আরো বলেন, হানিয়ার শাহাদাতের ফলে ঝরা রক্তের বদলা হিসেবে ইহুদিবাদী ইসরাইলকে নিঃসন্দেহে ইরানের হাতে কঠোর শাস্তি পেতে হবে।

ইয়াহিয়া সিনওয়ারকে লেখা চিঠিতে কায়ানি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের বীরত্বপূর্ণ সংগ্রাম এই শাস্তির প্রভাবকে আরও তীব্র করবে এবং এর ফলে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাইল ধ্বংসের দিকে এগিয়ে যাবে।

হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেয়ার যে হুমকি ইরান দিয়েছে তাতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো। অচিরেই ইরানের ইসরাইলবিরোধী হামলা সংঘটিত হবে বলে ধারনা করা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১০

 

ট্যাগ