চামরান-১ স্যাটেলাইট উৎক্ষেপণ; নিষেধাজ্ঞা আরোপকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট জবাব
https://parstoday.ir/bn/news/iran-i141646-চামরান_১_স্যাটেলাইট_উৎক্ষেপণ_নিষেধাজ্ঞা_আরোপকারীদের_বিরুদ্ধে_সুস্পষ্ট_জবাব
ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, পশ্চিমা যেসব দেশ তেহরানের বিরুদ্ধে অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের জন্য সফলভাবে মহাকাশে চামরান-১ স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে একটি সুস্পষ্ট জবাব।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৮:২৯ Asia/Dhaka
  • চামরান-১ স্যাটেলাইট উৎক্ষেপণ; নিষেধাজ্ঞা আরোপকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট জবাব

ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, পশ্চিমা যেসব দেশ তেহরানের বিরুদ্ধে অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের জন্য সফলভাবে মহাকাশে চামরান-১ স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে একটি সুস্পষ্ট জবাব।

গতকাল (শনিবার) সকালে ইরান সফলতার সাথে চামরান-১ গবেষণা স্যাটেলাইট কক্ষপথে পাঠায়। আমেরিকা এবং অন্য কয়েকটি পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও তেহরান এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। চামরান-১ স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে দেশে তৈরি করা হয়েছে। 

চামরান-১ স্যাটেলাইট

 

গতকাল এই স্যাটেলাইট উৎক্ষেপণের পর তা পৃথিবী থেকে ৫৫০ কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কায়েম-১০০ স্পেস লঞ্চ ভেহিকেল স্যাটেলাইটটিকে বহন করে নিয়ে যায়। কক্ষপথে স্থাপন করার কয়েক ঘন্টা পর এই স্যাটেলাইট প্রথম সিগন্যাল পাঠিয়েছে।

গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইরানের বিজ্ঞানী ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, ইরান হচ্ছে একটি যুক্তিনির্ভর ও শক্তিশালী দেশ যে সারা বিশ্বের সাথে গঠনমূলক যোগাযোগ রক্ষা করে চলেছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।