ইরানের মাটিতে আক্রমণ করার সাহস কারো নেই: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i141866-ইরানের_মাটিতে_আক্রমণ_করার_সাহস_কারো_নেই_পেজেশকিয়ান
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: আজ ইরানের প্রতিরক্ষা শক্তি এবং প্রতিরোধ সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো শয়তানি শক্তিই ইরানে আক্রমণ করার কথা চিন্তাও করতে পারে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১৮:২২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: আজ ইরানের প্রতিরক্ষা শক্তি এবং প্রতিরোধ সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো শয়তানি শক্তিই ইরানে আক্রমণ করার কথা চিন্তাও করতে পারে না।

ইরানে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে আজ রাজধানী তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও অস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে ইরাকের স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে ইরানি জনগণ শত্রুদেরকে হতাশ করেছিল উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেছেন,তার দেশের সামরিক বাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ইরান ও ইসলামি বিপ্লবকে ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন ও সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল এবং তারা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল।

পার্সটুডে জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরো বলেছেন, "পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় যারা ইরানের ইসলামি বিপ্লবকে রক্ষার জন্য নিজেদের বিশুদ্ধ রক্ত ​​ঢেলে দিয়েছিলেন।"

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ঐক্য সপ্তাহের গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন:

আজ আমরা নিশ্চয়তার সাথে সমগ্র বিশ্বকে এ কথা বলতে  পারি যে,  আমাদের নিজেদের দেশকে রক্ষার পাশাপাশি মুসলিম দেশগুলোর সাথে ঐক্য ও সংহতির মাধ্যমে আমরা অঞ্চলিক শান্তিনিরাপত্তা বজায় রাখতে সক্ষম। একই সাথে আমরা মুসলিম বিশ্বের সম্মান ও গৌরব বিশ্বের সামনে তুলে ধরতে পারি। আমরা নিজেদের মধ্যে ঐক্য ও সংহতির মাধ্যমে দখলদার ও রক্তপিপাসু ইসরাইলকে পরাজিত করতে পারি যারা নারী, শিশু, বৃদ্ধ কাউকেই রেহায় দিচ্ছে না।

ইরানের প্রেসিডেন্ট আরো বলেছেন, ইসলামী উম্মাহ ঐক্যবদ্ধ থাকলে ইহুদিবাদী ইসরাইল এই ধরনের অপরাধ করতে পারবে না।

প্রেসিডেন্ট তার ভাষণের শেষাংশে ইরানে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, আজ ইরানের সম্মান ও গৌরব তাদের কাছে ঋণী।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।