লেবানন এবং ফিলিস্তিনের জনগণকে সাহায্যের ডাকে ইরানিদের ব্যাপক সাড়া
https://parstoday.ir/bn/news/iran-i142988-লেবানন_এবং_ফিলিস্তিনের_জনগণকে_সাহায্যের_ডাকে_ইরানিদের_ব্যাপক_সাড়া
ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সাহায্য করার জন্য ইরানি নারীরা তাদের গয়নাগাঁটি দান করে দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৪, ২০২৪ ১৮:১৬ Asia/Dhaka
  • লেবানন এবং ফিলিস্তিনের জনগণকে সাহায্যের ডাকে ইরানিদের ব্যাপক সাড়া

ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সাহায্য করার জন্য ইরানি নারীরা তাদের গয়নাগাঁটি দান করে দিয়েছেন।

পার্সটুডে-ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সমর্থন করার জন্য "আদম সন্তান একে অপরের জন্য" -এই স্লোগান নিয়ে চতুর্থবারের মতো সহানুভূতিশীল প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

ইমাম খামেনি গত ২৮ সেপ্টেম্বর এক বার্তায় বলেছেন: লেবানন ও হিজবুল্লাহর জনগণের পাশে গর্বের সাথে দাঁড়ানো এবং দখলদার, নিপীড়ক ও খবিস ইসরাইলের মোকাবিলায় তাদের সাহায্য করা সকল মুসলমানের জন্য ফরজ।

পার্সটুডে'র মতে, প্যালেস্টাইন ও লেবাননের জনগণকে সমর্থন করার প্রয়োজনীয়তার বিষয়ে গত মাসে বিপ্লবের নেতার বার্তার পর "সহানুভূতিশীল ইরান"শিরোনামে প্রচারণায় ইরানি জনগণ ব্যাপকভাবে যোগ দিয়েছে।

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ওই প্রচারণা ৩টি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল। এর মাধ্যমে নগদ এবং নগদ বহির্ভূত শত শত কোটি তুমান সংগ্রহ করা হয়েছিল।

এবার চতুর্থ পর্যায়ে ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সাহায্য করার জন্য ইরানি নারীরা তাদের গয়নাগাঁটি দান করেছেন।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।