ভেনিজুয়েলায় অপটিক্যাল ফাইবার কারখানা নির্মাণ করবে ইরান; চুক্তি সই
পার্সটুডে- ভেনিজুয়েলা সফরের প্রথম দিনেই ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রীর উপস্থিতিতে সেদেশে অপটিক্যাল ফাইবার উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হয়েছে।
ইরানি মন্ত্রী ভেনিজুয়েলার বিদ্যুৎমন্ত্রী জর্জ মার্কোজের সঙ্গে সাক্ষাতের পর এই চুক্তিতে সই করেন। পার্সটুডে এ বিষয়ে খবর দিয়েছে।
দুই মন্ত্রীর বৈঠকের সময় ভেনিজুয়েলায় অপটিক্যাল ফাইবার উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে দুটি নথি এবং সেদেশে টেলিযোগাযোগ বিষয়ক যন্ত্রপাতি তৈরির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ইরানের নোভিন ডেটা ডেভেলপমেন্ট কোম্পানি এবং ভেনেজুয়েলার একটি কোম্পানির চুক্তিতে সই করে।
ইরানের যোগাযোগ মন্ত্রী এই সফরে ভেনিজুয়েলার যোগাযোগ, বিজ্ঞান ও পরিবহন বিষয়ক মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।