আন্তর্জাতিক অঙ্গনে ইরানি বক্সিং'র সফল সপ্তাহ সপ্তাহ: তিনটি পদক জয়
https://parstoday.ir/bn/news/iran-i143484-আন্তর্জাতিক_অঙ্গনে_ইরানি_বক্সিং'র_সফল_সপ্তাহ_সপ্তাহ_তিনটি_পদক_জয়
পার্স টুডে- বিশ্ব যুব বক্সিং প্রতিযোগিতায় ইরানের বক্সাররা একটি  রৌপ্য ও দুইটি ব্রোঞ্জ পদক জিতেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৬, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • আন্তর্জাতিক অঙ্গনে ইরানি বক্সিং'র সফল সপ্তাহ সপ্তাহ: তিনটি পদক জয়

পার্স টুডে- বিশ্ব যুব বক্সিং প্রতিযোগিতায় ইরানের বক্সাররা একটি  রৌপ্য ও দুইটি ব্রোঞ্জ পদক জিতেছে।

গত ২৩ অক্টোবর ২০২৪ মন্টিনিগ্রোতে শুরু হওয়া বিশ্ব জুনিয়ার বক্সিং চ্যাম্পিয়নশিপে ইরানি বক্সিং দল তিনটি পদক জিতে নেয়।

পার্সটুডে জানিয়েছে, আমির রেজা মালেক খাতাবি রৌপ্য এবং মেহেদী কাজেমি ও আমির ইসমাইলি ব্রোঞ্জ পদক জিতেছেন।

‌মন্টিনিগ্রো'র বিশ্ব জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে বিশ্বের ৭৭ টি দেশের ৬৬০ জন বক্সার অংশ নিয়েছিল। সেখানে ইরানের বক্সাররা তিনটি পদক জিতেছেন। এই বিশ্ব প্রতিযোগিতা ২৩ অক্টোবর শুরু হয়ে ৩ নভেম্বর শেষ হয়েছে। #

পার্সটুডে/জিএআর/৬