ইরানি দাবাড়ু ইসরাইলের সাথে প্রতিযোগিতায় অংশ নেয়নি
https://parstoday.ir/bn/news/iran-i145496-ইরানি_দাবাড়ু_ইসরাইলের_সাথে_প্রতিযোগিতায়_অংশ_নেয়নি
ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ২০২৪ সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ইরানি দাবাড়ু ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ম্যাচে অংশ নেননি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০২৫ ১৬:৪০ Asia/Dhaka
  • ইরানি গ্রান্ডমাস্টার আহসান কাইম আল মাগদি
    ইরানি গ্রান্ডমাস্টার আহসান কাইম আল মাগদি

ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ২০২৪ সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ইরানি দাবাড়ু ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ম্যাচে অংশ নেননি।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব দাবা চাম্পিয়নশিপের ষষ্ঠ রাইন্ডে ইরানি গ্রান্ডমাস্টার আহসান কাইম আল মাগদি কাজাখস্তানের মাস্টার ফিদেহ মার্ক স্মিরনভকে পরাজিত করেন। এই প্রতিযোগিতার সপ্তম রাউন্ডে তিনি ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরাইলি দাবাড়ু বরিস গুলফান্ডের বিপক্ষে খেলায় অংশ নেননি।

উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বিচ্ছিন্ন ছিল। সাম্প্রতিক বছরগুলোতে তারা আবার বিশ্ব ক্রীড়া প্রিতযোগিতায় ফিরে এলে গোটা বিশ্বের মুসলিম দেশের ক্রীড়াবিদরা নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের ক্রীড়াবিদদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছে।

আর এক্ষেত্রে ইরানের ক্রীড়াবিদরা সবার উপরে আছেন। তারাই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশ না নেয়ার ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছেন।#

পার্সটুডে/জিএআর/১