'গতকাল আফ্রিকায় যে অপরাধ সংঘটিত করেছিল আজ সে ইহুদিবাদী অপরাধীদের প্রধান সমর্থক'
https://parstoday.ir/bn/news/iran-i145750-'গতকাল_আফ্রিকায়_যে_অপরাধ_সংঘটিত_করেছিল_আজ_সে_ইহুদিবাদী_অপরাধীদের_প্রধান_সমর্থক'
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরান বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যকরনের বক্তব্য ভিত্তিহীন,পরস্পর বিরোধী এবং সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৫ ১৮:৫৭ Asia/Dhaka
  • 'গতকাল আফ্রিকায়  যে অপরাধ সংঘটিত করেছিল আজ সে ইহুদিবাদী অপরাধীদের প্রধান সমর্থক'

পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরান বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যকরনের বক্তব্য ভিত্তিহীন,পরস্পর বিরোধী এবং সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।

ফরাসি প্রেসিডেন্ট তার দেশে অন্যান্য দেশের রাষ্ট্রদুতদের এক সমাবেশে ইরানের পারমাণবিক কর্মসূচির দ্রুত উন্নয়ন এবং  ই্‌উক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার বিষয়ে ইঙ্গিত করে ইরানকে ইউরোপ এবং আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় কৌশলগত এবং চ্যালেঞ্জিং হিসেবে অভিহতি করেন।

পার্সটুডের খবর অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, গণহত্যা এবং বর্ণবাদী শাসক গোষ্ঠীর নেতা যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার পরিবর্তে ফরাসি প্রেসিডেন্ট এমন একটি দেশের দিকে আঙুল তুলেছেন যারা সর্বদা এই এলাকায় শান্তির বার্তা প্রচার করছে এবং আন্তর্জাতিক শান্তি ও অধিকারের নীতির প্রতি যারা সব সময় শ্রদ্ধাশীল। বাকায়ি বলেন, আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য তাৎক্ষণিক এবং বাস্তব হুমকি হল দখলদার ইসরাইলের শাসকগোষ্ঠী যারা আমেরিকা এবং ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশের ব্যাপক সমর্থন নিয়ে ফিলিস্তিনি ভূখন্ডে দখলদারিত্ব এবং গণহত্যা অব্যাহত রাখার পাশাপাশি ফিলিস্তিনে তার সামরিক আগ্রাসন ও সম্প্রসারণবাদের নীতি এ অঞ্চলের অন্যান্য দিশে ক্রমাগতভাবে বিস্তৃত করার পায়তারা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ফরাসি প্রেসিডেন্টের দাবি প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেন, তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর ও ক্রমাগত তত্ত্বাবধানের আওতায় রয়েছে। তিনি বলেন, যে সরকার পরমাণু সমঝোতা চুক্তি জেসিপিওএ'র অধীনে প্রতিশ্রুতি পালনে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং ইহুদিবাদী ইসরাইলের গণহত্যায় প্রধান ভূমিকা পালন করছে ইরান বিষয়ে তাদের এ মিথ্যা দাবি স্পষ্টতই উদ্দেশ্য ও প্রতারণামুলক।

ইউক্রেনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃঢ় ও নীতিগত অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বাকায়ি সংঘাতে ইরানের হস্তক্ষেপের দাবি প্রত্যাখ্যান করে বলেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বিবৃতি সত্যের অপলাপ এবং এই সংঘাতে বিশ্বের কথিত মোড়লদের ধ্বংসাত্মক ভূমিকা আড়াল করার একটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।  

আফ্রিকান দেশগুলোর সাথে ইরানের সুসম্পর্কে ও যোগাযোগ প্রতিষ্ঠা নিয়ে ফরাসি প্রেসিডেন্টের উদ্বেগের বিষয়ে বিস্ময় ও দুঃখ প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আফ্রিকায় যাদের সহিংস ঔপনিবেশিকতার ইতিহাস রয়েছে এমন দেশগুলো চায় না স্বাধীন আফ্রিকান দেশগুলো নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করুক এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও তারা একই মানসিকতা চাপিয়ে দিতে পারে না। # 

পার্সটুডে/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।