মস্কো কনসার্টে প্রাচীন ইরানি বাদ্যযন্ত্রের পরিবেশনাকে উষ্ণভাবে স্বাগত জানালো রাশিয়ার দর্শকরা
https://parstoday.ir/bn/news/iran-i146722-মস্কো_কনসার্টে_প্রাচীন_ইরানি_বাদ্যযন্ত্রের_পরিবেশনাকে_উষ্ণভাবে_স্বাগত_জানালো_রাশিয়ার_দর্শকরা
পার্সটুডে-রাশিয়ায় একটি কনসার্টে ইরানি ধ্রুপদী সঙ্গীত দল 'মেহরাবানান'র পরিবেশনা রাশিয়ার দর্শকদের কাছে সমাদৃত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৫ ১৮:৫৩ Asia/Dhaka
  • ইরানি ধ্রুপদী সঙ্গীত দল ঐতিহ্যবাহী গান পরিবেশন করছে। ছবি: TV BRICS
    ইরানি ধ্রুপদী সঙ্গীত দল ঐতিহ্যবাহী গান পরিবেশন করছে। ছবি: TV BRICS

পার্সটুডে-রাশিয়ায় একটি কনসার্টে ইরানি ধ্রুপদী সঙ্গীত দল 'মেহরাবানান'র পরিবেশনা রাশিয়ার দর্শকদের কাছে সমাদৃত হয়েছে।

রাশিয়ার রাজধানীর সেন্টস পিটার অ্যান্ড পলের ইভানজেলিকাল লুথেরান চার্চে Ancient Iranian organ and musical instruments শীর্ষক একটি বড় কনসার্ট অনুষ্ঠিত হয়। ওই কনসার্টে ইরানি ধ্রুপদী সঙ্গীত দল 'মেহরাবানান' বহু বাদ্যযন্ত্রবিদ হামিদরেজা দাদোর নেতৃত্বে সঙ্গীত পরিবেশন করে।

এই কনসার্টে হোমায়ুন খোররাম, আলী তাজভিদি, রুহুল্লাহ খালেকির মতো আরও অনেক মহান ইরানি সুরকারগণ তাঁদের বিশেষ সঙ্গীতকর্ম নিয়ে উপস্থিত হন। এই কনসার্টের একটি অনন্য বৈশিষ্ট্য ছিল ঐতিহ্যবাহী ইরানি বাদ্যযন্ত্র যেমন নেই (খোলা বাঁশি), তাম্বাক (ইরানি ঢোল-তবলা), দাফ (এক ধরণের বৃত্তাকার খোলা যন্ত্র) এবং সান্তুর (তারযুক্ত যন্ত্র) এর সাথে ইম্প্রোভাইজেশনাল পরিবেশনা।

পার্সটুডে আরও জানায়, TV BRICS-এর সাথে একান্ত সাক্ষাৎকারে হামিদরেজা দাদো বলেছেন: ইরানি ধ্রুপদী সুরকারদের সঙ্গীত দর্শকদের মন জয় করেছে এবং পরিবেশনার শেষ পর্যন্ত তাদের মনোযোগ ধরে রেখেছে।

তিনি এই সম্পর্কে বলেছেন:

ইরানী শাস্ত্রীয় সঙ্গীত খুবই আবেগপ্রবণ, প্রযুক্তিগত এবং শৈল্পিক প্রকাশে পূর্ণ যেখানে সুরের ওপর জোর দেওয়া হয়। এই সঙ্গীত আত্মার গভীরে স্পন্দন তৈরি করে এবং এই সঙ্গীত তার অনন্য পরিবেশন কৌশলের জন্য পরিচিত। যখন আমি একা অথবা কোন ব্যান্ডের হয়ে পরিবেশন করি, তখন আমার প্রিয় শ্রোতাদের চোখে আমি দেখতে পাই এই সঙ্গীত তাদেরকে কীভাবে প্রভাবিত করে। কনসার্টের পর তারা আমার কাছে এসে উষ্ণ ভালোবাসা জানায়, আমার সাথে তারা কথা বলে এবং পরিবেশনার জন্য আমাকে ধন্যবাদ জানায়।

এই শিল্পী আরও বলেন: রাশিয়ায় তার ১৫ বছর বসবাসকালে তিনি অসংখ্য কনসার্ট করেছেন এবং রাশিয়ার বহু সঙ্গীতশিল্পীর সাথে সহযোগিতা করেছেন। তার ভাষ্যমতে, সহকর্মী এবং দর্শকদের সাথে আলাপচারিতা তাকে সর্বদা আনন্দ দিয়েছে। রাশিয়ার জনগণের উষ্ণ অভ্যর্থনা, উদারতা এবং উন্মুক্ত মনোভাব তাকে সুখী এবং অবিস্মরণীয় স্মৃতিময়তা দিয়েছে।

তিনি আরও বলেন:

আমি বিশ্বাস করি আমি এবং আমার সহকর্মীরা সঙ্গীতের মাধ্যমে ইরানি সংস্কৃতির সুন্দর জগতের দরজা খুলে দিতে সক্ষম হয়েছি। তার পাশাপাশি ইরান ও রাশিয়ার মতো দুটি মহান ও অনন্য জাতির মধ্যে একটি সাংস্কৃতিক সেতু তৈরি করতে এবং বন্ধুত্বকে শক্তিশালী করতে সক্ষম হয়েছি।

 

এই কনসার্টে হামিদরেজা দাদোর সাথে ছিলেন কেসেনিয়া সুইরিডেনকো (অর্গান), লিওবফ জাভিয়ালোভা (পিয়ানো), আলেকজান্ডার মালোমোজেনভ (বেহালা), কাতেরিনা মিরুনোভা (ভিওলোনসেলো), আনাস্তাসিয়া কোটিউখিনা (বেহালা), আমিন ইসমাইললু (বেহালা), এরফান চেঙ্গিজি (বেহালা) এবং ইয়াসমান ঘেবলোহি (কণ্ঠশিল্পী)  এবং অন্যান্য সহশিল্পীবৃন্দ।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।