ফ্রিস্টাইল কুস্তিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতলো ইরান
(last modified Mon, 31 Mar 2025 12:12:33 GMT )
মার্চ ৩১, ২০২৫ ১৮:১২ Asia/Dhaka
  • ফ্রিস্টাইল কুস্তিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতলো ইরান
    ফ্রিস্টাইল কুস্তিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতলো ইরান

পার্সটুডে-ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক জিতে ৩০তম বারের মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে।

জর্ডানে অনুষ্ঠিত এশিয়ান ফ্রিস্টাইল রেসলিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ৫-ওজন বিভাগের প্রতিযোগিতার শেষে, আবুল ফজল রাহমানি ৮৬ কেজি ওজন বিভাগে, আমির হোসেন ফিরোজপুর ৯২ কেজি ওজন বিভাগে এবং আমির রেজা মাসুমি ১২৫ কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ৬১ কেজি ওজন শ্রেণীতে আহমেদ মোহাম্মদনেজাদও ব্রোঞ্জ পদক জিতেছে।

এর আগে প্রতিযোগিতার প্রথম পাঁচটি ওজন শ্রেণীতে, মেহেদী ইউসেফি ৭৯ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক, মিলাদ ভালিজাদেহ ৫৭ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য পদক এবং আব্বাস ইব্রাহিমজাদেহ ৬৫ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক, সিনা খলিলি ৭০ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক এবং মোবিন আজিমি ৯৭ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

এইভাবে, ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় শেষপর্যন্ত ৪টি স্বর্ণপদক, একটি রৌপ্য পদক এবং ৪টি ব্রোঞ্জ পদক জিতে মোট ১৯০ পয়েন্ট পেয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে।#

পার্সটুডে/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।