ইরানে সাধারণ শোক ঘোষণা
-
ইরানে সাধারণ শোক ঘোষণা
পার্সটুডে – ইরানের দক্ষিণাঞ্চলীয় শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার আগামীকাল (সোমবার) সমগ্র ইরান জুড়ে সাধারণ রাষ্ট্রিয় শোক দিবস ঘোষণা করেছে।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রবিবার বলেছেন: সরকার আগামীকাল (সোমবার) সমগ্র ইরান জুড়ে একটি সাধারণ শোক দিবস ঘোষণা করেছে। পার্সটুডে অনুসারে, তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ এবং প্রেসিডেন্টের বন্দর আব্বাস সফরের কথা জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট রবিবার বিকেলে শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি এবং এই ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করতে হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে পৌঁছেছেন।
ঘোষিত কর্মসূচি অনুসারে, প্রেসিডেন্ট প্রাদেশিক সংকট মোকাবেলা বিষয়ক সদর দপ্তরের একটি বিশেষ জরুরি সভায় যোগ দেন, যা মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। তিনি দুর্ঘটনার সর্বশেষ অবস্থার খবর নেন ও আহতদের খোজখবর নেন। তিনি তাদের আর্থিক সহায়তা এবং শহীদ রাজাই বন্দরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আদেশ জারি করেন।
দক্ষিণ ইরান শনিবার দুপুর ১২:০০ টার দিকে শহীদ রাজাই বন্দরে বড় বিস্ফোরণ ঘটে। এ ঘটনার কারণ এখনও চিহ্নিত করা হয়নি।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলের কাছের কিছু ভবন এবং গাড়ি ধ্বংস হয়ে যায়।
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ রবিবার বিকেলে বলেছেন যে শহীদ রাজাই বন্দরের ঘটনায় আহত এক হাজারেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
কোলিভান্দ বলেন যে আহতদের বেশিরভাগকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ১৯০ জন আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান আরও বলেন যে দুর্ভাগ্যবশত এই ঘটনায় ২৮ জন মারা গেছেন এবং ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এখন পর্যন্ত, বেলারুশ, আর্মেনিয়া, রাশিয়া, সৌদি আরব, কিউবা, ভেনেজুয়েলা, বাহরাইন, তুরস্ক, ওমান, ইরাক, তাজিকিস্তান এবং জাপানসহ অনেক দেশ নিহতদের পরিবারবর্গ এবং ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।