ভ্যাটিকানে ট্রাম্প ও জেলেনস্কির একান্ত বৈঠকের একটি ছবি; নানা প্রশ্ন
-
ট্রাম্প ও জেলেনস্কির একান্ত বৈঠক
পার্সটুডে- ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একান্তে সাক্ষাৎ করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, জেলেনস্কি ও ট্রাম্প সংক্ষিপ্ত বৈঠক করেছেন এবং দুই প্রেসিডেন্ট ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।
পার্সটুডে'র তথ্য বলছে, বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু হোয়াইট হাউসের একজন কর্মকর্তা স্কাই নিউজকে বলেছেন, দুই প্রেসিডেন্টের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা আগামীতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। এর বাইরে আরো কোনো সমঝোতা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এই বৈঠক কি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পেরেছে, সে প্রশ্নও সামনে এসেছে।
এই বৈঠকটি অত্যন্ত স্পর্শকাতর সময়ে অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ক্রিমিয়া সম্ভবত রাশিয়ার অধীনেই থাকবে। বিভিন্ন রিপোর্টে জানা গেছে, ট্রাম্প প্রশাসন সংঘাত অবসানের লক্ষ্যে ন্যাটোর সদস্যপদ লাভের প্রক্রিয়া স্থগিত করার জন্য একটি প্রস্তাবনা তৈরি করেছে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।