গত বছর ৭০ লাখ ৪০ হাজার বিদেশি পর্যটক ইরান ভ্রমণ করেছে
https://parstoday.ir/bn/news/iran-i148892
ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপমন্ত্রী বলেছেন, গত বছর ইরান ৭০ লাখ ৪০ হাজার বিদেশি পর্যটককে আতিথ্য দিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২৯, ২০২৫ ২০:২১ Asia/Dhaka
  •  গত বছর ৭০ লাখ ৪০ হাজার বিদেশি পর্যটক ইরান ভ্রমণ করেছে

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপমন্ত্রী বলেছেন, গত বছর ইরান ৭০ লাখ ৪০ হাজার বিদেশি পর্যটককে আতিথ্য দিয়েছে।

মঙ্গলবার তেহরানে এক বি টু বি বিজনেজ সভায় ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপমন্ত্রী আনুশিরভান মোহসেনি বলেছেন, উচ্চ নিরাপত্তাসহ শান্তিপ্রিয় দেশ হিসেবে ইরান পর্যটন বিকাশের চেষ্টা করছে। তিনি আরও বলেন: "দেশের সপ্তম উন্নয়ন পরিকল্পনার আইন অনুসারে আগামী চার বছরে বিদেশী পর্যটকের সংখ্যা ১৫ মিলিয়নে উন্নীত হওয়া উচিত এবং এই লক্ষ্যে, ২,৫০০টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যার মধ্যে ৫০০টি হোটেল নির্মাণ প্রকল্প।"

পার্সটুডে অনুসারে, ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন উপমন্ত্রী আরও বলেছেন: 'ইরানে ৩০ টিরও বেশি আন্তর্জাতিক বিমান সংস্থা সক্রিয় রয়েছে এবং ইরানের আকর্ষণীয় এবং গ্রামীণ এলাকায় ৩,০০০ ইকোট্যুরিজম রিসোর্ট অবস্থিত।'

সাংস্কৃতিক ঐতিহ্য মন্ত্রণালয়ের পর্যটন উপমন্ত্রী বলেন, সক্রিয় ট্যুর অপারেটররা ইরানের সৌন্দর্য, নিরাপত্তা এবং আতিথেয়তাকে বিশ্বের কাছে তুলে ধরছে পারে যাতে  দেশের একটি সঠিক এবং বাস্তবসম্মত চিত্র উপস্থাপন করা যায়।

মোহসেনি আরও বলেন,  প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন আকর্ষণের দিক থেকে ইরান বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে এবং এর ২৮টি বাস্তব এবং ২৬টি অস্পষ্ট ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কোতে নিবন্ধিত হয়েছে যা ইরানকে একটি ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে।

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন উপমন্ত্রী জোর দিয়ে বলেন,  পর্যটন হলো জাতিগুলোর মধ্যে শান্তি ও যোগাযোগ প্রতিষ্ঠার একটি হাতিয়ার; মানুষের যোগাযোগের আকাঙ্ক্ষা আছে এবং পর্যটন এটিকে সহজতর করে এবং জাতিগুলোর মধ্যে গভীর এবং সরাসরি বোঝাপড়ার দিকে পরিচালিত করে।#

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।