তিনটি ইউরোপীয় দেশ কি কিছুই শেখে নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন
https://parstoday.ir/bn/news/iran-i149752
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিকে সতর্ক করে বলেছেন, দেশের যেকোনো অধিকার লঙ্ঘিত হলে ইরান তাতে দৃঢ় প্রতিক্রিয়া দেখাবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৭, ২০২৫ ১৪:৪১ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিকে সতর্ক করে বলেছেন, দেশের যেকোনো অধিকার লঙ্ঘিত হলে ইরান তাতে দৃঢ় প্রতিক্রিয়া দেখাবে।

বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি শুক্রবার সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন- আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সাথে বহু বছর ধরে ভালো সহযোগিতার পর ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিচ্যুতি না ঘটার স্বীকৃতি দেওয়ার পরও নতুনকরে অভিযোগ তোলা হয়েছে।

তিনি আরও লিখেছেন, তিন ইউরোপীয় দেশ আইএইএ'র বোর্ড অব গভর্নর্সে ইরানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট পদক্ষেপ নিয়েছে। এই তিনটি দেশ ২০০৫ সালেও একই ধরণের ভুল আচরণ করেছিল। সেটার ফলাফল ছিল ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ।  গত দুই দশক ধরে তিনটি ইউরোপীয় দেশ কি সত্যিই কোনও শিক্ষা গ্রহণ করেনি?

ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দুর্বল প্রতিবেদনের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে স্পষ্টভাবে একটি সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইউরোপ আরেকটি কৌশলগত বড় ভুলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, এ অবস্থায় তাদের মনে রাখা উচিৎ- ইরান তার অধিকারের যেকোনো লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া দেখাবে। দায়িত্বজ্ঞানহীন লোকেরা দায়িত্ব পালনের পরিপূর্ণ এখতিয়ার নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।