ইরানের সংসদ স্পিকার: প্রতিশোধ নেয়ার সময় এসেছে
(last modified Fri, 13 Jun 2025 10:15:14 GMT )
জুন ১৩, ২০২৫ ১৬:১৫ Asia/Dhaka
  • ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার বলেছেন, 'এখন প্রতিশোধ নেওয়ার সময়, এবং এই প্রতিশোধ যেকোনো উপায়ে এবং হ্যাঁ যেকোনো উপায়ে নেওয়া হবে।'

পার্সটুডে অনুসারে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এক বার্তায় ইহুদিবাদী সরকারের আগ্রাসনের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। বার্তার পাঠ্য নিম্নরূপ:

বিসমিল্লাহ আল-রহমান আল-রহিম

مِنَ الْمُؤْمِنِینَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَیْهِ فَمِنْهُمْ مَنْ قَضَیٰ نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ یَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِیلًا

ইরানের কমান্ডার এবং মুজাহিদিনদের রক্তে ইহুদিবাদী অপরাধী ও সন্ত্রাসী দলের দুষ্ট হাত আবারও রঞ্জিত হয়েছে; আমি আমাদের দেশের নিরীহ মানুষদের শাহাদাতের জন্য শহীদদের মহান পরিবার এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানাই।

আবাসিক এলাকাগুলোতে আক্রমণ করে,অপরাধী ইহুদিবাদী ইসরাইলি সরকার দেখিয়েছে যে মানবতার সবচেয়ে বড় শত্রু এবং ব্যক্তির সবচেয়ে খারাপ শত্রু হল ইরানি জাতি কিন্তু ইসলামের যোদ্ধাদের বেদনাদায়ক প্রতিশোধ এবং কঠোর ও দুঃখজনক শাস্তি তাদের এবং তাদের সমর্থকদের জন্য অপেক্ষা করছে;সময় এসেছে প্রতিশোধ নেওয়ার সময়, এবং এই প্রতিশোধ যেকোনো উপায়ে এবং যেকোনোভাবে নেওয়া হবে। আমরা তাদের পরিত্যাগ করব না এবং তাদের ঘাড়ে একটি শক্তিশালী আঘাত করব। তারা এই গল্পটি শুরু করেছে কিন্তু আল্লাহ ইচ্ছায় আমরা এটি শেষ করব।

ইরানের মহৎ জাতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীতে তার পরিণত এবং বিশ্বস্ত পুত্রদের জানে;শহীদ হওয়া তাদের দীর্ঘস্থায়ী আকাঙ্ক্ষা,তারা জাতির জন্য এবং যোদ্ধাদের জন্য তাদের জীবন উৎসর্গ করছে এবং তারা শত্রুর তিক্ত পরিণতি পূরণ করতে প্রস্তুত,আল্লাহর ইচ্ছায়।

প্রিয় জাতি!

আমরা আমাদের শহীদ ভাইদের পবিত্র রক্তের নামে আল্লাহর সামনে শপথ করছি যে আমরা আপনাকে এবং আমাদের প্রিয় দেশকে পাহাড়ের মতো আমাদের জীবনের একেবারে নীচ পর্যন্ত রক্ষা করব। শহীদদের রক্ত ​​আমাদের পথপ্রদর্শক আলো,এবং আমরা তাদের কাছ থেকে অধ্যবসায় এবং অবিচলতার শিক্ষা পেয়েছি। আমরা তোমাদের শত্রুদের ঘুম হারাম করে দেব,আর শত্রুরা আবার তোমাদের সামনে নতজানু হবে। আর আল্লাহ যাকে সাহায্য করতে চান তাকেই সাহায্য করবেন। নিঃসন্দেহে আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী।#

পার্সটুডে/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।