চিকিৎসায় ইরানের নতুন অর্জন: হার্ট অ্যাটাক থেকে শুরু করে ফ্র্যাকচারের সহজ চিকিৎসা
https://parstoday.ir/bn/news/iran-i150746-চিকিৎসায়_ইরানের_নতুন_অর্জন_হার্ট_অ্যাটাক_থেকে_শুরু_করে_ফ্র্যাকচারের_সহজ_চিকিৎসা
পার্সটুডে- ইরানি জ্ঞান-ভিত্তিক একটি প্রতিষ্ঠান ন্যানো-কিট তৈরি করেছে যা ক্যান্সার, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ এবং হার্ট অ্যাটাকের মতো রোগ দ্রুত এবং নির্ভুলভাবে সনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৮, ২০২৫ ১৮:২৭ Asia/Dhaka
  • চিকিৎসায় ইরানের নতুন অর্জন: হার্ট অ্যাটাক সনাক্তকরণ থেকে শুরু করে ফ্র্যাকচারের সহজ চিকিৎসা
    চিকিৎসায় ইরানের নতুন অর্জন: হার্ট অ্যাটাক সনাক্তকরণ থেকে শুরু করে ফ্র্যাকচারের সহজ চিকিৎসা

পার্সটুডে- ইরানি জ্ঞান-ভিত্তিক একটি প্রতিষ্ঠান ন্যানো-কিট তৈরি করেছে যা ক্যান্সার, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ এবং হার্ট অ্যাটাকের মতো রোগ দ্রুত এবং নির্ভুলভাবে সনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইরানি জ্ঞান-ভিত্তিক প্রতিষ্ঠানটির সিইও হাদি বাকেরি রবিবার বলেছেন যে, ক্যান্সার, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ এবং হার্ট অ্যাটাকের জন্য দ্রুত সনাক্তকরণ কিট প্রতিষ্ঠানটির কৌশলগত পণ্যগুলির মধ্যে একটি যা বহু মিলিয়ন ইউরো আনছে বিদেশ থেকে।

পার্সটুডে জানিয়েছে, তিনি আরও বলেন, এই কিটগুলি বর্তমানে ইরান জুড়ে জরুরি ভিত্তিতে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, উদ্ভাবনের ক্ষেত্রে, আমরা কোলন ক্যান্সার নির্ণয়ের জন্য একটি নন-ইনভেসিভ কিট তৈরি করতেও সফল হয়েছি। যা বিশ্বের চিকিৎসা ব্যবস্থায় উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিতীয় নিবন্ধিত উদাহরণ। এই পণ্যটি কোলনোস্কোপির বিকল্প এবং আক্রমণাত্মক পদ্ধতির প্রয়োজনীয়তা দূর করে এই ক্যান্সার নির্ণয়কে সহজ এবং কম ব্যয়বহুল করে তোলে।

ন্যানো প্রযুক্তির সাহায্যে ইরানি স্মার্ট প্লাস্টার

অন্য খবরে বলা হয়েছে, ইরানি প্রযুক্তিবিদরা ফ্র্যাকচারের চিকিৎসার জন্য নতুন প্লাস্টার তৈরি করেছেন, যার সাহায্যে সংবেদনশীলতা ছাড়াই দৈনন্দিন সমস্ত কাজ সহজেই করা যেতে পারে।

খরচ কমানো এবং শরীরের সংবেদনশীলতা হ্রাস করা এই ন্যানো প্লাস্টারের কিছু সুবিধা মাত্র। এই পণ্যটি বিদেশী মডেলের সাথে সম্পূর্ণ প্রতিযোগিতামূলক এবং এর দাম একই ধরণের বিদেশী মডেলের তুলনায় এক দশমাংশ কম। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই প্লাস্টারগুলি বিভিন্ন শিল্প ও নির্মাণ ক্ষেত্রেও শক্তি বৃদ্ধির জন্য  করা যেতে পারে।#

পার্সটুডে/জিএআর/২৮