ইমাম খামেনেয়ীর ভাবনা
খাঁটি ইসলাম মার্কিন ইসলামের বিপরীত/তারা খাঁটি ইসলামকে ভয় পায়
-
খাঁটি ইসলাম মার্কিন ইসলামের বিপরীত: ইমাম খামেনেয়ী
পার্সটুডে-ইসলামী বিপ্লবের নেতা বলেছেন: খাঁটি ইসলাম মার্কিন ইসলামের বিপরীত; খাঁটি ইসলাম হল এমন ইসলাম যা ব্যাপক ও সামগ্রিক; এতে ব্যক্তি জীবন থেকে শুরু করে ইসলামী ব্যবস্থা গঠন পর্যন্ত সবকিছু অন্তর্ভুক্ত।
পার্সটুডে'র এই নিবন্ধে, আমরা খাঁটি ইসলাম এবং আমেরিকান ইসলাম সম্পর্কে ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনেয়ীর অবস্থানের ওপর সংক্ষিপ্ত নজর দেওয়ার চেষ্টা করবো।
খাঁটি ইসলাম এবং মার্কিন ইসলাম সম্পর্কে ইমাম খামেনেয়ীর দৃষ্টিভঙ্গি কী?
ইমাম খোমেনী (রহ.)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন: খাঁটি ইসলাম মার্কিন ইসলামের বিপরীত এবং মার্কিন ইসলামেরও দুটি শাখা রয়েছে: একটি হল জীবাশ্মকৃত ইসলাম অন্যটি হল ধর্মনিরপেক্ষ ইসলাম; এই হল মার্কিন ইসলাম। বলদর্পিতা এবং বস্তুগত শক্তি উভয় শাখাকে সমর্থন করেছে এবং এখনও করছে; কখনও কখনও তারা তাদের সৃষ্টি করে, কখনও কখনও তাদের পথ দেখায়, কখনও কখনও তারা তাদের সাহায্য করে। খাঁটি ইসলাম তাদের বিরুদ্ধে; খাঁটি ইসলাম হল এমন একটি ব্যাপক ও সামগ্রকি ইসলাম; যেখানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা পর্যন্ত সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন ইসলাম খাঁটি ইসলামের বিরোধিতায় ব্যস্ত-একথা উল্লেখ করে ইসলামী বিপ্লবের নেতা আরও বলেন: আমাদের মহান ইমাম আমেরিকান ইসলাম এবং ক্ষয়প্রাপ্ত ইসলামকে একত্রিত করেছেন; এই উভয় ইসলামই খাঁটি ইসলামের বিরোধী। তারা খাঁটি ইসলামকে ভয় পায়।
আমেরিকান ইসলাম হল ইসলামের পোশাক পরে বিদেশীদের দাসত্ব করা এবং ইসলামী উম্মাহর সাথে শত্রুতা করা
পবিত্র ঘর বায়তুল্লাহর যিয়ারতকারীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইমাম খামেনেয়ী আরও বলেন: একটি গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারমূলক বিষয় হল ইসলামী বিশ্বের যত্নশীল কর্মীদের বিশুদ্ধ মুহাম্মদী ইসলাম এবং আমেরিকান ইসলামের মধ্যে পার্থক্য সম্পর্কে বুদ্ধিমত্তাপূর্ণ দৃষ্টিভঙ্গি থাকা এবং উভয়ের মধ্যে বিভ্রান্তি ও ভুলের বিরুদ্ধে নিজেদের এবং অন্যদের সতর্ক করা। প্রথমবারের মতো, আমাদের মরহুম মহান ইমাম এই দুটি বিভাগের মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছিলেন এবং এটিকে ইসলামী বিশ্বের রাজনৈতিক অভিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। খাঁটি ইসলাম, পবিত্রতা ও আধ্যাত্মিকতার ইসলাম, ধার্মিকতা ও গণতন্ত্রের ইসলাম, "কাফেরদের বিরুদ্ধে শক্তিশালী, নিজেদের মধ্যে দয়ালু"-এই নীতির ইসলাম। আমেরিকান ইসলাম হল ইসলামের আবরণে বিদেশীদের দাসত্ব এবং ইসলামী জাতির সাথে শত্রুতা।
যে ইসলাম মুসলমানদের মধ্যে বিভেদের আগুন জ্বালায়, ঐশি প্রতিশ্রুতিতে বিশ্বাস করার পরিবর্তে আল্লাহর শত্রুদের ওপর আস্থা রাখে, ইহুদিবাদ ও বলদর্পিদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে তার মুসলিম ভাইদের সাথে লড়াই করে এবং নিজের জাতি বা অন্যান্য জাতির বিরুদ্ধে অহংকারী আমেরিকার সাথে মিত্রতা করে, তা ইসলাম নয়; এটি একটি বিপজ্জনক এবং মারাত্মক মোনাফেকি যার বিরুদ্ধে প্রতিটি মুসলিমকে আন্তরিকভাবে লড়াই করতে হবে।
আমেরিকান ইসলাম এমন এক ইসলাম যা অত্যাচারীর সাথে যার সখ্যতা গড়ে ওঠে, ইহুদিবাদের সাথে সখ্যতা গড়ে ওঠে এবং আমেরিকার লক্ষ্য পূরণ করে।
ইসলামী বিপ্লবের নেতা কুরআনের সমাবেশে আরও উল্লেখ করেছেন: ইসলামী বিশ্বে যা দেখা যায় তা হল, ইসলামের নামে, ইসলামের শত্রুরা ইসলামের পোশাকে ইসলামের মুখোমুখি হয়। তিনি বলেন: আমাদের মহান ইমাম (রেদ.) বলেছিলেন: আমেরিকান ইসলাম, বিশুদ্ধ মুহাম্মাদি ইসলামের বিরুদ্ধে। আমেরিকান ইসলাম এমন এক ইসলাম তাগুতের সাথে যার সখ্যতা গড়ে ওঠে, ইহুদিবাদের সাথে সখ্যতা গড়ে ওঠে এবং আমেরিকার লক্ষ্য পূরণ করে।#
পার্সটুডে/এনএম/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।