ইরানি নারীর বিশ্ব উশু স্বর্ণপদক জয়
https://parstoday.ir/bn/news/iran-i151752-ইরানি_নারীর_বিশ্ব_উশু_স্বর্ণপদক_জয়
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের নারী জাহরা কিয়ানি দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে বিশ্ব উশু নারী চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।
(last modified 2025-09-08T11:35:29+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৫ ১২:২৩ Asia/Dhaka
  • বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে ইরানের প্রতিনিধি জাহরা কিয়ানি
    বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে ইরানের প্রতিনিধি জাহরা কিয়ানি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের নারী জাহরা কিয়ানি দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে বিশ্ব উশু নারী চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্ব নারী উশু  চাম্পিয়নশিপে ইরানের নারী জাহরা কিয়ানি প্রথম স্বর্ণপদক লাভ করেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় আয়োজিত ১৭তম বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর চতুর্থ দিন ৫ সেপ্টেম্বর শনিবার সকালে শুরু হয়েছিল।

কিয়াংশু ফর্মে তালু পালা প্রদর্শনে জাহরা কিয়ানি শেষ ব্যক্তি হিসেবে তালু মাঠে রেখেছিলেন এবং পারফর্মেন্সের শেষে তিনি ২৭ জন ক্রীড়াবিদ নিয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতেছেন।

এর আগে, ৯০ কিলোগ্রাম ওজনের সান্দা লড়াইয়ের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে মেহেদি মোরাদি মেক্সিকোর 'ক্রুজ পেরেজ' এর মুখোমুখি হন এবং তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষকে প্রথমে টেকনিক্যাল নকআউট করে স্বর্ণপদক ছিনিয়ে নেন। ব্রাজিলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানি উশু ক্যারাভানের এই প্রথম স্বর্ণপদক জিতে নেন জাহরা কিয়ানি।#

পার্সটুডে/জিএআর/৭