তেহরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কৌশল ও সাংবাদিক হত্যার পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি
https://parstoday.ir/bn/news/iran-i152628-তেহরানের_বিরুদ্ধে_আক্রমণাত্মক_কৌশল_ও_সাংবাদিক_হত্যার_পক্ষপাতদুষ্ট_দৃষ্টিভঙ্গি
পার্স টুডে - গণমাধ্যমের শব্দগুলো আখ্যানের বা বর্ণনার যুদ্ধের প্রথম সারিতে রয়েছে। পশ্চিমা গণমাধ্যম, যারা নিজেদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ বলে দাবি করে, তারা প্রায়ই তাদের নিজ নিজ সরকারের সুবিধার জন্য এই সৈন্যদের শোষণ করে তথা শব্দের অপব্যবহার করে।
(last modified 2025-10-04T14:42:31+00:00 )
অক্টোবর ০৪, ২০২৫ ১৬:৪৪ Asia/Dhaka
  • বিশ্ব গণমাধ্যমের শিরোনামের দিকে এক নজর:
    বিশ্ব গণমাধ্যমের শিরোনামের দিকে এক নজর:

পার্স টুডে - গণমাধ্যমের শব্দগুলো আখ্যানের বা বর্ণনার যুদ্ধের প্রথম সারিতে রয়েছে। পশ্চিমা গণমাধ্যম, যারা নিজেদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ বলে দাবি করে, তারা প্রায়ই তাদের নিজ নিজ সরকারের সুবিধার জন্য এই সৈন্যদের শোষণ করে তথা শব্দের অপব্যবহার করে।

পশ্চিমা মিডিয়া কৌশলগত শব্দ নির্বাচনের মাধ্যমে বাস্তবতাকে বিকৃত করে এবং জনমতকে বাস্তবতা হতে ভিন্ন এক বিভ্রান্তির পরিচালিত করার চেষ্টা চালায়। পার্স টুডে-র এই প্রবন্ধে, আমরা কিছু পশ্চিমা মিডিয়ার শব্দ নিয়ে যে রাজনৈতিক খেলা সে দিকে নজর দেব:

ইউরোনিউজ: "তেহরানের 'আরও আক্রমণাত্মক' কৌশল; গার্ডিয়ান: ইরান লক্ষ লক্ষ আফগান শরণার্থীকে ইরাক ও তুরস্কে পাঠাতে পারে"

এ ধরনের শিরোনামগুলো পশ্চিমা গণমাধ্যমের সাধারণ বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে এই অঞ্চলে ইরানের প্রতিটি পদক্ষেপকে জাতীয় স্বার্থ বা স্বাভাবিক কূটনীতির ভিত্তিতে করা পদক্ষেপ হিসেবে নয়, বরং একটি "ষড়যন্ত্র" বা "হুমকি" হিসেবে চিত্রিত করা হয়েছে। এ ধরনের শিরোনাম ও শব্দ ব্যবহারের ফলে এই অঞ্চলের জটিলতা এবং ইরানের কর্মকাণ্ডের আসল কারণগুলি বোঝার পথ জনসাধারণের পথ বন্ধ হয়ে যায়। সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি যে ইরান বছরের পর বছর ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে, তাদের বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সেবা প্রদান করছে।

ইউরোনিউজের আরেকটি শিরোনাম: "ইসরায়েল সুমুদ ফ্লোটিলার ১৩টি ত্রাণ নৌকা থামিয়ে দিয়েছে"

ইউরোনিউজ এই শিরোনামে বৈশ্বিক সুমুদ কনভয়ের জন্য "থামানো" শব্দটি ব্যবহার করেছে। অথচ এই কনভয়টি ইহুদিবাদী সামরিক বাহিনী দখল করে নিয়েছে। এই প্রসঙ্গে, ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব ফাঁস করেছে যে ইসরায়েল বৈশ্বিক সুমুদ নৌ-কাফেলার কর্মীদের একটি কুখ্যাত কারাগারে পাঠিয়েছে যেখানে ফিলিস্তিনিদের সঙ্গে সবচেয়ে নৃশংস নির্যাতন, মারধর এবং অমানবিক আচরণ করা হয়।

রয়টার্স: “ট্রাম্প প্রশাসন শরণার্থী প্রবেশের সংখ্যা ৭,৫০০-এর মধ্যে সীমাবদ্ধ করার পরিকল্পনা করছে

সূত্র বলছে” এই শিরোনামের পছন্দটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমর্থনে এবং এই নির্বাচনটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে, যা ট্রাম্পকে একটি শক্তিশালী ও নীতিগত অবস্থানে রাখে।এই শিরোনামটি ব্যবহার করা হলো যখন ইতিহাসের প্রথম আমেরিকান পোপ পোপ লিও সম্প্রতি ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে বলেছেন, "আমি জানি না যে কেউ বলে যে আমি গর্ভপাতের বিরুদ্ধে কিন্তু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রতি অমানবিক আচরণের সাথে একমত, সে কীভাবে নিজেকে জীবন-পন্থী বলে মনে করতে পারে।"

বিবিসি ওয়েবসাইট: "ইউক্রেনে রাশিয়ান ড্রোন হামলায় ফরাসি সাংবাদিক নিহত"

ইউক্রেনে একজন ফরাসি সাংবাদিকের হত্যার বিষয়টি, আরেকজন ইউক্রেনীয় সাংবাদিকের মৃত্যুর পাশাপাশি, একটি মানবিক বিষয় যা উপেক্ষা করা যায় না। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর মতে, উভয় সাংবাদিকই বিশেষ সাংবাদিক জ্যাকেট পরেছিলেন এবং তাদের গায়ে স্পষ্টভাবে "মিডিয়া" শব্দটি লেখা ছিল। সংবাদটি প্রকাশিত হয়েছিল যখন বিবিসি এই সংবাদের প্রান্তে গাজায় সাংবাদিকদের শহীদ হওয়ার ঘটনাটি কভার করতে পারত।সাংবাদিকদের, যাদের পোশাকে "মিডিয়া" শব্দটিও ছিল, তাদের ইচ্ছাকৃতভাবে ইহুদিবাদী সামরিক বাহিনী লক্ষ্যবস্তু করেছিল। সরকারি পরিসংখ্যান অনুসারে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৫০ জনেরও বেশি সাংবাদিক শহীদ হয়েছেন। #

পার্স টুডে/এমএএইচ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।