গাজা.. নন্দিত হৃদয় এবং উদ্বিগ্ন দৃষ্টি; যুদ্ধ কি সত্যিই শেষ?
-
রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ বন্ধের চেষ্টায় বাধা দেন নেতানিয়াহু: আবু জাহের
পার্সটুডে-ফিলিস্তিনি সাংবাদিক খালেদ আবু জাহের বলেছেন: নেতানিয়াহুর রাজনৈতিক লক্ষ্য এই যুদ্ধকে দীর্ঘায়িত করেছে।
তিনি আল-আলম নিউজ নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে আরও বলেন, গাজার আনন্দ দুর্দান্ত, কিন্তু যতক্ষণ না এর নাগরিকরা নিশ্চিত হন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তাদের সতর্ক থাকতে হবে।
আবু জাহের আরও বলেন: যুদ্ধ এখন শেষ কারণ সিদ্ধান্ত এখনই নেওয়া হয়েছে, অন্যদিকে নেতানিয়াহু তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ বন্ধের চেষ্টা প্রতিরোধ করে এসেছেন।
তিনি স্পষ্ট করে বলেন যে অবশ্যই বিদ্যুৎ এবং ইন্টারনেট বিভ্রাটের মতো সমস্যা সৃষ্টি হচ্ছে এবং মানুষ তাঁবুতে বা রাস্তায় বসবাস করছে। সে কারণে অনেকেই এই চুক্তি সম্পর্কে অবগত নন অথবা খবর শোনার পরও হুট করে বিশ্বাস করতে পারেন নি।
আবু জাহের এর কারণ হিসেবে উল্লেখ করেছেন যে, গাজার জনগণ সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধবিরতি নিয়ে বেশ কয়েকবার হতাশ হয়েছেন, তাই তারা বিশ্বাস করতে পারছেন না যে যুদ্ধ শেষ হয়ে গেছে।
তিনি বলেন যখন যুদ্ধ শুরু হয়, তখন ফিলিস্তিনের ভেতরে বা বাইরে কেউ বিশ্বাস করে নি যে এই যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হবে। সে কারণেই যখন যুদ্ধবিরতি বাস্তবেই কার্যকর হবে, তখনই গাজার জনগণ এবং ফিলিস্তিনি জনগণ বিশ্বাস করবে যে যুদ্ধ শেষ হয়েছে।#
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।