পশ্চিমাদের ইরান-ভীতি তৈরির প্রচেষ্টার পথে বড় চ্যালেঞ্জ তেহরানের মেট্রো স্টেশনের নামকরণ
https://parstoday.ir/bn/news/iran-i152996-পশ্চিমাদের_ইরান_ভীতি_তৈরির_প্রচেষ্টার_পথে_বড়_চ্যালেঞ্জ_তেহরানের_মেট্রো_স্টেশনের_নামকরণ
পার্সটুডে- তেহরানে হযরম মরিয়ম মোকাদ্দাস (সা.)-এর নামে একটি মেট্রো স্টেশনের নামকরণের আসন্ন উদ্বোধনের খবর হৈ চৈ ফেলে দিয়েছে। এ ব্যাপারে বিভিন্ন প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অ-ইরানিরা এটিকে পশ্চিমা মিডিয়ার ইরান বিরোধী প্রচারণার প্রতি চপেটাঘাত বলে বর্ণনা করেছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ১৪, ২০২৫ ১৬:৩৬ Asia/Dhaka
  • • তেহরানে মরিয়ম মোকাদ্দাস (সা.)-এর নামে একটি মেট্রো স্টেশনের নামকরণ
    • তেহরানে মরিয়ম মোকাদ্দাস (সা.)-এর নামে একটি মেট্রো স্টেশনের নামকরণ

পার্সটুডে- তেহরানে হযরম মরিয়ম মোকাদ্দাস (সা.)-এর নামে একটি মেট্রো স্টেশনের নামকরণের আসন্ন উদ্বোধনের খবর হৈ চৈ ফেলে দিয়েছে। এ ব্যাপারে বিভিন্ন প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অ-ইরানিরা এটিকে পশ্চিমা মিডিয়ার ইরান বিরোধী প্রচারণার প্রতি চপেটাঘাত বলে বর্ণনা করেছেন।

ইরানের রাজধানীতে মরিয়ম মোকাদ্দাস (সা.)-এর নামে একটি মেট্রো স্টেশন নির্মাণ খবরের প্রতিক্রিয়ায়, সোশ্যাল মিডিয়ায় তৎপর বিদেশীরা এটিকে আর্মেনীয় এবং অন্যান্য ঐশী ধর্মের অনুসারীদের প্রতি ইরানিদের শ্রদ্ধার প্রতীক বলে উল্লেখ করেছেন। পার্সটুডে অনুসারে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জোর দিয়ে বলেছেন যে এই ধরনের পদক্ষেপ থেকে বোঝা যায়, পশ্চিমা মিডিয়াতে ইরানের সমাজ ও সরকার ব্যবস্থাকে ভীতিকর হিসাবে যেভাবে তুলে ধরা হয় তা সত্য নয়।

মরিয়ম মোকাদ্দাস (সা.)-এর নামে মেট্রো স্টেশনটি তেহরানের আর্মেনিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় কেন্দ্রের কাছে অবস্থিত এবং সেন্ট সার্কিস গির্জা থেকে মাত্র দুই মিনিটের হাঁটার পথ।

এখানে মেট্রো স্টেশন তৈরির কারণে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আর্মেনিয়ান সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রগুলোতে প্রবেশ করা অনেক সহজ হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মূলধারার এই পদক্ষেপকে পাশ্চাত্যের গণমাধ্যমগুলোর  ইরান বিরোধী প্রচারণার শক্ত জবাব হিসাবে উল্লেখ করেছেন। কিছু ব্যক্তি এও বলেছেন, "খ্রিস্টানরা ইসরায়েলের তুলনায় ইরানে অনেক নিরাপদ।"

এই বিষয়ে বেশ কয়েকজন X সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর বক্তব্য তুলে ধরা হলো:

একজন X সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী লিখেছেন: ইরান আসলে উগ্রবাদী দেশ নয় যেভাবে পশ্চিমা মিডিয়া তুলে ধরে

 

একজন X সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী লিখেছেন: এই দেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং খ্রিস্টধর্মের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির জন্য এটি একটি ভালো পদক্ষেপ

 

একজন X সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী লিখেছেন: ইসলাম প্রতিটি ধর্মকে সম্মান করে, এটাই ইসলামের আসল সৌন্দর্য যা ইরান অনুসরণ করে

 

একজন X সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন: ইসরায়েলের তুলনায় ইরানে খ্রিস্টানরা নিরাপদ, কিন্তু পশ্চিমা মিডিয়া সবসময়ই..... !

 

একজন X সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী লিখেছেন: ইসরায়েলের তুলনায় ইরানের খ্রিস্টানদের প্রতি অনেক বেশি সহনশীল মনোভাব রয়েছে

 

আরেকজন লিখেছেন: অসাধারণ

 

আরেকজন লিখেছেন: কেবল পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলই খারাপ, তেল ও গ্যাসের প্রতি তাদের লোভের কারণে তারা  ইরানকে খারাপ দেশ হিসাবে বিশ্বে  তুলে ধরছে

 

একজন X সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী লিখেছেন: এই পদক্ষেপ হযরত মরিয়ম সা. এর প্রতি খুব সুন্দর এবং চমৎকার শ্রদ্ধা জ্ঞাপন
আরেকজন লিখেছেন: ইরান তার নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু করেছে

 

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।