ইরান, রাশিয়া এবং আজারবাইজান উত্তর-দক্ষিণ করিডোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে সম্মত হয়েছে
-
• ইরান, আজারবাইজান এবং রাশিয়া ট্রানজিট পরিকল্পনা বাস্তবায়নে বড় পদক্ষেপ নিয়েছে
পার্সটুডে- ইরান, রাশিয়া এবং আজারবাইজান উত্তর-দক্ষিণ আন্তর্জাতিক করিডোরের অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার, পরিবহন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং কাস্টমস ক্লিয়ারেন্স সহজতর করার উপর জোর দিয়েছে।
সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) বাকুতে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানেহ সাদেক, রাশিয়ার ফার্স্ট উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওরচুক এবং আজারবাইজানের ফার্স্ট উপ-প্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভের অংশগ্রহণে ইরান, রাশিয়া এবং আজারবাইজানের মধ্যে পরিবহন, জ্বালানি এবং কাস্টমস ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে, তিন দেশই বর্তমান সহযোগিতা প্রক্রিয়ার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে এবং ২০১৬ এবং ২০১৭ সালে প্রেসিডেন্টদের ঘোষণাসহ পূর্ববর্তী নথিগুলির বাস্তবায়ন অব্যাহত রাখার এবং তিন দেশের মধ্যে অর্থনৈতিক ও ট্রানজিট সম্পর্ক জোরদার করার উপর জোর দেয়।
উত্তর-দক্ষিণ আন্তর্জাতিক করিডোরের ট্রানজিট ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে, অংশগ্রহণকারীরা অবকাঠামো প্রকল্পগুলি আরও দ্রুত বাস্তবায়নে সম্মত হয়েছেন যাতে এই রুটে পরিবহনের পরিমাণ প্রতি বছর ১ কোটি ৫০ লাখ টনে পৌঁছায়। এই ক্ষেত্রে, বাস্তবায়ন পরিকল্পনা তৈরির জন্য একটি যৌথ কর্মী গ্রুপ গঠন এবং সড়ক পরিবহন ও শুল্ক সংক্রান্ত একটি বিশেষ কর্মী গ্রুপ প্রতিষ্ঠা অনুমোদিত হয়েছে।
শুল্ক কর্তৃপক্ষের মিথস্ক্রিয়া সম্পর্কিত ত্রিপক্ষীয় নিয়ন্ত্রণ স্বাক্ষর ছিল বাকু বৈঠকের আরেকটি অর্জন, যা পণ্য পরিবহন সহজতর করতে এবং শুল্ক প্রক্রিয়াগুলিকে ডিজিটালাইজ করতে সহায়তা করবে। তিনটি দেশ রাশত-আস্তারা রেলপথ, সীমান্ত টার্মিনাল এবং আরাস নদীর উপর আকবন্দ-কালালা হাইওয়ে সেতুসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি সম্পন্ন করার উপরও জোর দিয়েছে।
বৈঠকের চূড়ান্ত বিবৃতিটি তিনটি ভাষায় স্বাক্ষরিত হয়েছে: ফার্সি, আজারবাইজানি এবং রাশিয়ান।#
পার্সটুডে/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।