জেনারেল মুসাভি: যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে নৌবাহিনী প্রস্তুত
https://parstoday.ir/bn/news/iran-i154498-জেনারেল_মুসাভি_যেকোনো_আগ্রাসনের_কঠোর_জবাব_দিতে_নৌবাহিনী_প্রস্তুত
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, দেশের নৌবাহিনী যেকোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের নৌ বাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেন। আজ ইরানে এই দিবসটি পালিত হচ্ছে।
(last modified 2025-11-29T07:10:17+00:00 )
নভেম্বর ২৮, ২০২৫ ১৭:৫৮ Asia/Dhaka
  • জেনারেল মুসাভি
    জেনারেল মুসাভি

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, দেশের নৌবাহিনী যেকোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের নৌ বাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেন। আজ ইরানে এই দিবসটি পালিত হচ্ছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সাইয়্যেদ মুসাভি ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের ওপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।

তিনি আরও বলেন, “এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। নৌ বাহিনী নিজস্ব সামর্থ্য, কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম- এটা তারা প্রমাণ করেছে।”

সেনাবাহিনীর নৌ ইউনিট ও আইআরজিসি'র নৌ ইউনিটের মধ্যে সহযোগিতা

জেনারেল মুসাভি আরও বলেন, “পারস্য উপসাগর, ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক পানিসীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ ঘটেছে, তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌ ইউনিটের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফসল। আল্লাহর রহমতে আজ এই কৌশলগত ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি যেকোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত প্রতিরোধের এক অনন্য মডেলে পরিণত হয়েছে।”

বিভিন্ন ক্ষেত্রে নৌবাহিনীর প্রভাবশালী উপস্থিতি

জেনারেল মুসাভি আরও বলেন, “বর্তমানে নৌবাহিনী শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা, আধুনিক প্রযুক্তি এবং সামুদ্রিক কূটনীতিতেও সক্রিয় ও প্রভাবশালী উপস্থিতি বজায় রেখেছে। দক্ষ ও অঙ্গীকারবদ্ধ জনবল গড়ে তোলার মাধ্যমে নৌবাহিনী দেশের সামুদ্রিক শক্তির উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করছে।”#

 

পার্সটুডে/এসএ/২৭