ইরান-বেলারুশ বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও রাশিয়ার নতুন অর্থনৈতিক পরিকল্পনা
https://parstoday.ir/bn/news/iran-i154860-ইরান_বেলারুশ_বাণিজ্যিক_সম্পর্ক_উন্নয়ন_ও_রাশিয়ার_নতুন_অর্থনৈতিক_পরিকল্পনা
পার্সটুডে-ইরান ও বেলারুশ দুই দেশের কর্মকর্তারা বাণিজ্য বিনিময় সহজতর করতে এবং বাধা দূর করতে একটি যৌথ কমিশন সভা আয়োজনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
(last modified 2025-12-07T14:36:53+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৫ ২০:৩২ Asia/Dhaka
  •  ইরান ও বেলারুশের অর্থনৈতিক কর্মকর্তাদের বৈঠক
    ইরান ও বেলারুশের অর্থনৈতিক কর্মকর্তাদের বৈঠক

পার্সটুডে-ইরান ও বেলারুশ দুই দেশের কর্মকর্তারা বাণিজ্য বিনিময় সহজতর করতে এবং বাধা দূর করতে একটি যৌথ কমিশন সভা আয়োজনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আলী দেহকান দেহনাভি এবং তেহরানে বেলারুশের রাষ্ট্রদূত দিমিত্রি কালতসভের মধ্যে সাম্প্রতিক বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। পার্সটুডে আরও জানায়, দেহনাভি জোর দিয়েছিলেন যে একটি যৌথ কমিশন সভা আয়োজন বাণিজ্য বিনিময়কে সহজতর এবং এগিয়ে নিতে সহায়তা করতে পারে। তিনি অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন সক্ষমতা এবং উপযুক্ত পরিস্থিতির দিকেও ইঙ্গিত করেন। বেলারুশের রাষ্ট্রদূত দিমিত্রি কালতসভও এই বৈঠকের গুরুত্বপূর্ণ অবস্থানের ওপর জোর দিয়ে বলেছেন: দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক বিদ্যমান বাধা দূর করতে পারে এবং এই সহযোগিতা দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক বিনিময় বৃদ্ধি করতে পারে।

 

কাজাখস্তানের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ইরানের বেসরকারি খাতের প্রস্তুতি

ইরানি চেম্বার অফ কমার্সের আন্তর্জাতিক বিষয়ক অফিসের উপ-পরিচালক হামেদ আসগারি প্রেসিডেন্টের আসন্ন কাজাখস্তান সফর এবং বৃহৎ ব্যবসায়িক প্রতিনিধিদলের কথা উল্লেখ করে বলেছেন: ইরানের বেসরকারি খাত এই দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। আসগারি এই সফরে ১০০ জনেরও বেশি অর্থনৈতিক কর্মীর উপস্থিতির কথা উল্লেখ করেছেন এবং এটিকে সহযোগিতা বৃদ্ধির জন্য ইরানের দৃঢ় সংকল্পের লক্ষণ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন: ইরানি চেম্বার এবং মন্ত্রণালয়গুলোর মধ্যে যৌথ কাজের মাধ্যমে সহযোগিতার প্রয়োজনীয়তা এবং সক্ষমতা চিহ্নিত করা হয়েছে এবং বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির ওপর একটি বিস্তৃত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তার মতে, ইরানি কোম্পানি এবং তাদের কাজাখ প্রতিপক্ষের মধ্যে ৩০০ মিলিয়ন ইউরোরও বেশি মূল্যের তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা অবকাঠামো এবং অর্থনৈতিক প্রকল্প উন্নয়নে সহায়তা করবে।

 

রাশিয়া এবং অর্থনীতিতে নয়া পরিকল্পনা

বর্তমান পরিস্থিতিতে যখন রাশিয়া প্রচণ্ড অর্থনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে, তখন দেশটির কর্তৃপক্ষ স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণতার জন্য একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি একটি বিনিয়োগ ফোরামে ইতিবাচক পরিসংখ্যান উপস্থাপন করেছেন, যেমন বেকারত্বের হার ২.২ শতাংশ এবং মুদ্রাস্ফীতি হ্রাস। তিনি বলেছেন: রাশিয়ার সরকারি অর্থব্যবস্থা স্থিতিশীল রয়েছে এবং বাজেটের মূল অগ্রাধিকারগুলো বজায় রাখার পরিকল্পনা করা হচ্ছে। এই উন্নতি সত্ত্বেও, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যাচ্ছে এবং কিছু শিল্প উৎপাদন হ্রাস পাচ্ছে। পুতিন অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সরকারের প্রচেষ্টার কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে কাঠামোগত পরিবর্তন এবং এই বছরের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি প্রায় ৬ শতাংশে নামিয়ে আনা। সেইসঙ্গে দায়িত্বশীল এবং সুষম আর্থিক নীতি অব্যাহত রাখার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন তিনি।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন