ইরানের কৃষিজমি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে: কৃষিমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i155192-ইরানের_কৃষিজমি_স্যাটেলাইটের_মাধ্যমে_পর্যবেক্ষণ_করা_হচ্ছে_কৃষিমন্ত্রী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৃষিমন্ত্রী গোলাম রেজা নুরি গেজেলজে দেশটির খামার ও কৃষিজমি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণের খবর দিয়েছেন।
(last modified 2025-12-18T08:55:17+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৫ ১৯:৪৩ Asia/Dhaka
  • গোলাম রেজা নুরি গেজেলজে
    গোলাম রেজা নুরি গেজেলজে

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৃষিমন্ত্রী গোলাম রেজা নুরি গেজেলজে দেশটির খামার ও কৃষিজমি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণের খবর দিয়েছেন।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৃষিমন্ত্রী  আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ইরানের বিস্তীর্ণ কৃষিজমি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফসল সংক্রান্ত তথ্য কৃষকদের কাছে সরবরাহ করা হচ্ছে।

তিনি কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আরও বলেন, ইরানের কৃষিজমিতে উৎপাদিত ফসল ভিত্তিক পর্যবেক্ষণ স্যাটেলাইটের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে এবং সবুজ আচ্ছাদনের পরিমাণ ও আবাদি জমির তথ্য কেউ চাইলে  জাতীয় সমন্বিত তদারকি ও শস্য উৎপাদন প্যাটার্ন সংক্রান্ত ওয়েবসাইটে দেখতে পান এবং সেসব তথ্য ব্যবহার করতে পারেন। এসব তথ্যের মাধ্যমে কৃষি খাতে আরও উন্নত পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

ইরানের কৃষিমন্ত্রী বলেন, স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পদ ব্যবস্থাপনা, আবাদ প্যাটার্ন নিয়ন্ত্রণ এবং কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন