ইরানের বিভিন্ন শহরে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের অপরাধের নিন্দা জানিয়ে বিশাল জনসভা
https://parstoday.ir/bn/news/iran-i156008-ইরানের_বিভিন্ন_শহরে_অনুপ্রবেশকারী_সন্ত্রাসীদের_অপরাধের_নিন্দা_জানিয়ে_বিশাল_জনসভা
পার্সটুডে- ইরানের বিভিন্ন শহরের সোমবার অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের অপরাধের নিন্দা জানাতে দেশটির সর্ব শ্রেণীর জনগণ রাস্তায় নেমেছে। এই খবরটি আপডেট করা হচ্ছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১২, ২০২৬ ১৫:৫৭ Asia/Dhaka
  • ইরানের বিভিন্ন শহরে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের অপরাধের নিন্দা জানিয়ে বিশাল জনসভা

পার্সটুডে- ইরানের বিভিন্ন শহরের সোমবার অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের অপরাধের নিন্দা জানাতে দেশটির সর্ব শ্রেণীর জনগণ রাস্তায় নেমেছে। এই খবরটি আপডেট করা হচ্ছে।

কয়েক দিন আগে ইরানের কিছু অংশে অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে কিছু সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সন্ত্রাসীরা এই সমাবেশগুলোতে অনুপ্রবেশ করে এবং দেশে বিশৃঙ্খলা এবং নিরাপত্তাহীনতা তৈরি করতে শুরু করে। পার্সটুডের মতে, বিভিন্ন শহরে দাঙ্গাবাজ এবং সশস্ত্র সন্ত্রাসীদের কর্মকাণ্ডের নিন্দা জানাতে ইরানি জনগণের একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

উত্তর ইরান

ইরানের মাজান্দারানের জনগণ নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করার সন্ত্রাসী গোষ্ঠীর অপরাধের নিন্দা জানাতে একটি মিছিল করেছে। তারা শহীদদের পথ অব্যাহত রাখার এবং ইরানি জাতি এবং ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থাকে দুর্বল করে এমন সবকিছুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপর জোর দিয়েছে মহাকাব্যিক স্লোগান দিয়ে।

রাশতের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ এবং সাম্প্রতিক শহীদদের পরিবার সন্ত্রাসীদের অপরাধের নিন্দা জানাতে মিছিলে অংশগ্রহণ করেছিল। এই অনুষ্ঠানে ইরানের নিরাপত্তা রক্ষাকারী আট শহীদের মরদেহ সমাহিত করা হয়েছিল। রাশতের জনগণ স্লোগান দিয়ে সন্ত্রাসীদের সংঘবদ্ধ অপরাধের নিন্দা জানিয়েছে।

উত্তর-পশ্চিম ইরানের আরদাবিলের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের সাথে সম্পৃক্ত ধ্বংসাত্মক উপাদান এবং সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশাল পদযাত্রা করেছে। এই পদযাত্রার উদ্দেশ্য হল সাম্প্রতিক দাঙ্গা এবং ইসলামী বিপ্লবের পবিত্রতা ও আচার-অনুষ্ঠানের অবমাননা, সহিংসতা এবং জনসাধারণের সম্পত্তি ধ্বংসের নিন্দা করা।

পূর্ব ইরান

দক্ষিণ খোরাসানের জনগণের বিভিন্ন অংশ, উৎসাহের সাথে মার্চে অংশগ্রহণ করে এবং বিপ্লবী স্লোগান দিয়ে সাম্প্রতিক দাঙ্গা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং তাদের মোকাবেলা করার আহ্বান জানিয়েছে। এই পদযাত্রায় জনগণের বিশাল উপস্থিতি শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের সংহতি ও ঐক্য প্রকাশ করে।

পশ্চিম ইরান

এদিকে, সানন্দজ শহরে বিভিন্ন অংশের জনগণের অংশগ্রহণে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। "মুনাফিকের মৃত্যু, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু, দাঙ্গাবাজদের মৃত্যু, আমেরিকান ভাড়াটেদের মৃত্যু, এবং রাষ্ট্রদ্রোহীদের মৃত্যু" স্লোগান দিয়ে অংশগ্রহণকারীরা আবারও বিশ্বকে সন্ত্রাসী ও প্রতিবিপ্লবী ভাড়াটেদের প্রতি তাদের চরম ঘৃণা এবং ইসলামিক প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ সমর্থন দেখিয়েছে।

সোমবার, ইলাম প্রদেশের তরুণ ও বৃদ্ধ, পুরুষ ও মহিলা, শিশু ও অপ্রাপ্তবয়স্করা দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের সাম্প্রতিক ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করতে বেরিয়ে এসেছিল। ইলামের জনগণ "রাষ্ট্রদ্রোহীদের মৃত্যু, মুনাফিকের মৃত্যু," "আমেরিকান হুমকি আর কার্যকর নয়," এবং "আমেরিকা ও ইসরায়েলের মৃত্যু" স্লোগান দিয়ে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেছিল।

ইরানের লোরেস্তান প্রদেশের খোররামাবাদের জনগণও সোমবার অনুপ্রবেশকারীদের অপরাধের নিন্দা জানাতে একটি মিছিলে অংশ নিয়েছিল। মার্চে একজন ইরানি নিরাপত্তা শহীদের মরদেহও দাফন করা হয়েছিল। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিতে দিতে সন্ত্রাসীদের অপরাধের নিন্দা জানান এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ইরানের দক্ষিণে

একইভাবে, সোমবার সকালে কেরমান প্রদেশ জুড়ে "মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনব্যবস্থার সাথে যুক্ত নাশকতাকারী, সন্ত্রাসী এবং আইসিস উপাদানের নিন্দা" মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে কেরমানের জনগণ তাদের বিশাল ও ঐক্যবদ্ধ উপস্থিতির মাধ্যমে শাসনব্যবস্থা এবং ইসলামী ইরানের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে এবং প্রমাণ করে যে শত্রুদের জনগণের ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র সত্ত্বেও, তারা শেষ পর্যন্ত বিপ্লব এবং ইসলামী ইরানের পাশে থাকবে এবং কোনও বহিরাগতকে তাদের ভাগ্যে হস্তক্ষেপ করতে দেবে না।

দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদানের শিয়া ও সুন্নি জনগণও মিছিলে তাদের বিশাল উপস্থিতির মাধ্যমে তাদের ঐক্য ও সংহতি প্রদর্শন করে এবং ইসলামী বিপ্লবের ইতিহাসে আরেকটি সোনালী পৃষ্ঠা লিপিবদ্ধ করে। মিছিল শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, সোমবার সকালে জাহেদানের জনগণ মুষ্টিবদ্ধভাবে "আমেরিকার মৃত্যু" এবং "ইসরায়েলের মৃত্যু" স্লোগান দিয়ে সভাস্থলে পৌঁছে শত্রু এবং অহংকারী শক্তির কাছে তাদের কর্তৃত্ব এবং শক্তি প্রদর্শন করে।

মধ্য ইরান

"ইসলামী ইরানের উত্থান" শিরোনামে দাঙ্গাবাজদের সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে চাহারমহল এবং বাখতিয়ারিতে একটি মিছিল অনুষ্ঠিত হয় এবং প্রদেশের জনগণ, এই মিছিলে দুর্দান্ত উপস্থিতির সাথে, আমেরিকান-ইহুদিবাদী উপাদানগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায়।

সোমবার সকালে আরাক এবং অন্যান্য শহরেও সন্ত্রাসী এবং ইহুদিবাদী সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত উপাদানগুলোর বিরুদ্ধে ইরানের মধ্য প্রদেশের জনগণের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন