ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীতে ১,০০০ কৌশলগত ড্রোন সংযোজন
যে-কোনো আগ্রাসনের কঠোর জবাব দেব: মেজর জেনারেল হাতামি
-
ইরানের সেনাবাহিনীতে ১,০০০ কৌশলগত ড্রোন সংযোজন
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামির নির্দেশে এক হাজার কৌশলগত ড্রোন চারটি সামরিক বাহিনীর সাথে যোগ করা হয়েছে।
ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ১২ দিনের যুদ্ধের নতুন হুমকি এবং অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা এই ১,০০০ কৌশলগত ড্রোন তৈরি করেছেন এবং সমুদ্র, আকাশ ও স্থলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, অনুসন্ধান এবং ইলেকট্রনিক যুদ্ধবিগ্রহ শ্রেণীতে ডিজাইন করা হয়েছে।
স্থল ও সমুদ্র ভিত্তিক ড্রোন যুক্ত করার নির্দেশ দেওয়ার পর, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন: আগামী হুমকির সাথে সামঞ্জস্য রেখে দ্রুত যুদ্ধের জন্য কৌশলগত সুবিধা বজায় রাখা এবং বৃদ্ধি করাসহ যে-কোনো আক্রমণ ও আগ্রাসনের প্রতি কঠোর প্রতিক্রিয়া প্রদর্শন করা সর্বদা সেনাবাহিনীর এজেন্ডায় থাকে।"
মার্কিন সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া হবে নজিরবিহীন: শামখানি:
এ প্রসঙ্গে, ইরানের প্রতিরক্ষা পরিষদে ইসলামী বিপ্লবের নেতার প্রতিনিধি আলী শামখানি, সোশ্যাল নেটওয়ার্ক এক্সে তার টাইমলাইনে লিখেছেন: যে কোনও উৎস থেকে এবং যে কোনও স্তরে আমেরিকার যে-কোনো সামরিক পদক্ষেপকে যুদ্ধের সূচনা হিসেবে বিবেচনা করা হবে এবং এর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, ব্যাপক এবং নজিরবিহীন।"
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন