ইতালির সরকার ও জনগণকে সমবেদনা জানাল ইরান
(last modified Thu, 25 Aug 2016 00:41:31 GMT )
আগস্ট ২৫, ২০১৬ ০৬:৪১ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

শক্তিশালী ভূমিকম্পের জের ধরে ব্যাপক প্রাণহানির ঘটনায় ইতালির সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইতালির ভূমিকম্পে দুঃখ প্রকাশ করেন ও সমবেদনা জানান। পাশাপাশি দুর্গত লোকজন অতি দ্রুত এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার ইতালির মধ্যাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬০ জন নিহত ও প্রায় ৫০০ লোক আহত হয়। এখনো বহু মানুষ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে বলে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনযি। ভূমিকম্পে আক্রান্ত প্রতিটি জনপদে উদ্ধারকর্মীরা যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

৬.২ মাত্রার এ ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির মধ্যাঞ্চলীয় আমাত্রিস, অ্যাকুমোলি এবং আরকুয়াতা ডেল ত্রোনতো শহর। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তদান করতে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫

ট্যাগ