ইরানকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা: জাহাঙ্গিরি
ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি অনিরাপদ অঞ্চলে অবস্থিত এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশসহ বিভিন্ন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ইরানকে অস্থিতিশীল করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। গতকাল (মঙ্গলবার) পূর্ব আজারবাইজানে এক অনুষ্ঠানে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি একথা বলেছেন।
ইরানের নিরাপত্তা ও সামরিক বাহিনীর আত্মত্যাগ এবং প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশংসা করেন তিনি। জাহাঙ্গিরি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানের সাহায্য প্রয়োজন -বিশ্ব তা স্বীকার করেছে।
তার মতে, ইরান যদি দায়েশের বিরুদ্ধে না দাঁড়াত তাহলে মুসলিম দেশগুলোর অনেক রাজধানীই উগ্র এই সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যেত।
যৌথ পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ বাস্তবায়নের পথে নানা সমস্যার কথা উল্লেখ করে জাহাঙ্গিরি বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের তাড়া অনুভব করছে ইরান। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেল রপ্তানি দ্বিগুণ বেড়েছে বলেও উল্লেখ করেন জাহাঙ্গিরি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১