ইরানি রেলপথ যাবে ভূমধ্যসাগর পর্যন্ত
https://parstoday.ir/bn/news/iran-i88320-ইরানি_রেলপথ_যাবে_ভূমধ্যসাগর_পর্যন্ত
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, ভবিষ্যতে তার দেশের রেললাইন ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৬, ২০২১ ২১:১৩ Asia/Dhaka
  • ইরানের একটি রেললাইন
    ইরানের একটি রেললাইন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, ভবিষ্যতে তার দেশের রেললাইন ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত হবে।

তিনি বলেন, বর্তমানে ইরানের সঙ্গে প্রায় সারা বিশ্বের রেললাইন সংযুক্ত রয়েছে।  

ইসহাক জাহাঙ্গিরি বলেন, ইরাকের বসরা থেকে শালামচে পার্যন্ত রেল লাইন চালু করার পর সিরিয়ার রেল লাইন পুনঃনির্মাণ করা হবে এবং এর মাধ্যমে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত হবে ইরানের রেল লাইন।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি

তিনি আরো বলেন, যেসব প্রতিবেশী দেশ সমুদ্রবন্দরের অভাবে আন্তর্জাতিক পানিসীমায় প্রবেশ করতে পারে না সেইসব দেশ আমদানি-রপ্তানির কাজে ইরানের সক্ষমতা কাজে লাগাতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৬