ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে: আইএইএ'র প্রতিবেদন
(last modified Fri, 09 Sep 2016 11:07:18 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ১৭:০৭ Asia/Dhaka

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ আবারো স্বীকার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পাদিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে।

এই সংস্থার প্রধান ইউকিয়া আমানো তার সর্বশেষ প্রতিবেদনে চুক্তি মেনে চলার ব্যাপারে ইরানের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষিত ২২৩১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর আন্তর্জাতিক নজরদারীর কাজে ইরান সহযোগিতা করছে।  ইউকিয়া আমানো তার প্রতিবেদনে আরো বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর  সঙ্গে পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান শুধু যে আরাক হেভি ওয়াটার তৈরির কাজ বন্ধ রেখেছে তাই নয় একই সঙ্গে মজুদ হেভি ওয়াটারের ব্যাপারে তথ্যও আইএইএকে সরবরাহ করেছে তেহরান। এ ছাড়া, প্রতিশ্রুতি অনুযায়ী ইরান ৩.৬৭ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে বিরত রয়েছে।

আইএইএ'র প্রধান ইরানের ব্যাপারে মাত্র পাঁচ পৃষ্ঠার তৈরি এ প্রতিবেদন পর্যালোচনার জন্য এ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য ৩৫টি দেশের কাছে হস্তান্তর করেছেন। ছয় জাতিগোষ্ঠীর  সঙ্গে পরমাণু সমঝোতার পর ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে এটিই সবচেয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন এবং এ থেকে দু'পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে।

আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি তার দেশের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইউকিয়া আমানোর প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বলেছেন, এ প্রতিবেদন থেকে আবারো পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের আন্তরিকতা ও সদিচ্ছার বিষয়টি প্রমাণিত হয়েছে।

চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের কাজ শুরু হওয়ার পর থেকে ইরান ঠিক মতো চুক্তি বাস্তবায়ন করছে কিনা তার ওপর গভীর নজর রেখে চলেছে আইএইএ। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ইরান চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতি মেনে চললেও এবং আইএইএ বিষয়টি স্বীকার করলেও প্রতিপক্ষ অর্থাৎ আমেরিকা চুক্তি বাস্তবায়ন করা থেকে বিরত রয়েছে। আমেরিকা চুক্তি বাস্তবায়ন না করায় ইরান তীব্র সমালোচনা করে বলেছে, মার্কিন ষড়যন্ত্র ও অসহযোগিতার কারণে ইরান পরমাণু সমঝোতার কোনো সুবিধা নিতে পারেনি।

ইরানের কর্মকর্তারা বহুবার বলেছেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করার চেষ্টা করছেন তারা। পরমাণু বিষয়ে মার্কিন হুমকি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরানও ওই অভিযোগ মিথ্যা প্রমাণের জন্য নানা পদক্ষেপ নিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা বিভিন্ন ক্ষেত্রে ইরানের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। কিন্তু মার্কিন হুমকি ও ষড়যন্ত্রের কারণে ইরান আর্থ-রাজনৈতিক ক্ষেত্রে এখনো চুক্তির সুফল পায়নি। এ থেকে বোঝা যায় পরমাণু সমঝোতার পরও ইরানের ব্যাপারে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ফলে পরমাণু সমঝোতার সাফল্য নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে। #    

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৯

 

ট্যাগ