সিরিয় সেনাদের ওপর হামলা চালাবেন না: আমেরিকাকে ইরান
(last modified Mon, 03 Oct 2016 07:05:48 GMT )
অক্টোবর ০৩, ২০১৬ ১৩:০৫ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি
    ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ার সেনাদের ওপর মার্কিনীদের হামলা হবে আত্মহত্যার শামিল। তিনি গতকাল (রোববার) বলেছেন, সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে সিরিয়ার জনগণ প্রয়োজনীয় জবাব দিতে পারে।

তিনি বলেন, “প্রায় ছয় বছর ধরে বিদেশী হস্তক্ষেপ বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই করছে সিরিয়ার জনগণ। মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রতিরোধের সক্ষমতা আছে সিরিয়ার জনগণের এবং আশা করি মার্কিন সরকার তা করবে না।”

আলী আকবর বেলায়েতি আরো বলেন, মার্কিন বাহিনী ইরাক ও আফগানিস্তানে পরাজয়ের মুখে পড়েছে। এবার যদি তারা সিরিয়ায় হামলা চালায় তাহলে তাদেরকে নতুন পরাজয় দেখতে হবে।

সম্প্রতি খবর বের হয়েছে যে, মার্কিন বাহিনী সিরিয়ার সেনাদের ওপর সরাসরি হামলা চালানোর পরিকল্পনা করছে। বলা হচ্ছে- আলেপ্পোর পতন ঠেকাতে তারা সিরিয়ার সেনাদের ওপর হামলা চালাবে। বর্তমানে আলেপ্পো শহরের অংশবিশেষ উগ্র তাকফিরি সন্ত্রাসীদের হাতে রয়েছে এবং শহরটি মুক্ত করার জন্য সিরিয়ার সরকারি সেনারা অভিযান জোরদার করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩

 

ট্যাগ