ন্যাটো ক্রিমিয়ায় হামলার আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া: বেলায়েতি
(last modified Mon, 25 Jul 2022 00:21:38 GMT )
জুলাই ২৫, ২০২২ ০৬:২১ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ক্রিমিয়া উপদ্বীপে হামলা চালানোর পরিকল্পনা করেছিল; কিন্তু তার আগেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাশিয়া। তিনি গতকাল (রোববার) তেহরানে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।

বেলায়েতি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ন্যাটো রাশিয়াকে এই প্রতিশ্রুতি দিয়েছিল যে, সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোনো প্রজাতন্ত্রকে এই সামরিক জোটের অন্তর্ভুক্ত করা হবে না। কিন্তু ন্যাটো তার প্রতিশ্রুতি রক্ষা করেনি বরং অবস্থা এতটা  বেগতিক হয়ে পড়ে যে, প্রায়ই বাল্টিক সাগরসহ রাশিয়ার আশপাশের আকাশে ন্যাটো ও রুশ বিমান বাহিনীর মুখোমুখি অবস্থানের খবর পাওয়া যাচ্ছিল।

বেলায়েতি বলেন, এর পাশাপাশি আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনে একের পর এক অভ্যুত্থানের মাধ্যমে শেষ পর্যন্ত পাশ্চাত্যপন্থি একটি সরকারকে ক্ষমতায় বসায়।একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জল্পনা ওঠে। তিনি বলেন, এ বিষয়টি ছিল রাশিয়ার সঙ্গে ন্যাটোর চুক্তির সরাসরি খেলাফ।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি আরো বলেন, অবশ্য রুশ সেনাদের সাম্প্রতিক ইউক্রেন অভিযানের আগেই ন্যাটো বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল।প্রাপ্ত তথ্য ও ন্যাটোর তৎপরতা থেকে বোঝা যায়, এই সামরিক জোট প্রথমে ক্রিমিয়ায় হামলা চালিয়ে এটিকে রাশিয়া থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল।এরপর ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করে পূর্ব ইউরোপে রাশিয়াকে সম্পূর্ণ কোনঠাসা করার পরিকল্পনা ছিল। কিন্তু রাশিয়া তার আগেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করায় পশ্চিমাদের সে পরিকল্পনা ভেস্তে যায়।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ