জেনারেল সোলাইমানি ইসলামের সুমহান পতাকা উড্ডীন করেছিলেন
https://parstoday.ir/bn/news/iran-i102120-জেনারেল_সোলাইমানি_ইসলামের_সুমহান_পতাকা_উড্ডীন_করেছিলেন
ইরানের ওয়ার্ল্ড অ্যাসম্বলি অব ইসলামিক অ্যাওয়াকেনিং- এর মহাসচিব ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি বলেছেন, বিশ্বের যেসব জেনারেল ইসলামের সুমহান পতাকা উড্ডীন করে মুসলমানদেরকে তাদের ইসলামি মূল্যবোধ সম্পর্কে সচেতন করেছেন তাদের শীর্ষে ছিলেন শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৫, ২০২২ ০৯:২০ Asia/Dhaka
  • শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানি
    শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানি

ইরানের ওয়ার্ল্ড অ্যাসম্বলি অব ইসলামিক অ্যাওয়াকেনিং- এর মহাসচিব ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি বলেছেন, বিশ্বের যেসব জেনারেল ইসলামের সুমহান পতাকা উড্ডীন করে মুসলমানদেরকে তাদের ইসলামি মূল্যবোধ সম্পর্কে সচেতন করেছেন তাদের শীর্ষে ছিলেন শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানি।

তিনি মঙ্গলবার তেহরানে শহীদ সোলাইমানির চিন্তাধারা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। ড. বেলায়েতি শহীদ জেনারেল সোলাইমানির উচ্চ মর্যাদার কথা তুলে ধরে বলেন, এই মহান সেনানায়ক সর্বোত্তম পন্থায় তার দায়িত্ব পালন করেছেন যার নজীর ইসলামের ইতিহাসে বিরল। ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে সংগ্রমের এই ধারা অব্যাহত রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

 আলী আকবর বেলায়েতি

ড. বেলায়েতি ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো সম্পূর্ণ ভিন্ন দর্শন ও চিন্তাধারা নিয়ে পরস্পরে ঐক্যবদ্ধ থাকার কারণে উন্নতি করতে পেরেছে। মুসলিম বিশ্বেরও উচিত নিজেদের উন্নতির স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা এবং সব মাজহাবের মধ্যকার অভিন্ন বিষয়গুলোকে বেশি বেশি প্রচার করা।

ইরানের ওয়ার্ল্ড অ্যাসম্বলি অব ইসলামিক অ্যাওয়াকেনিং- এর মহাসচিব বলেন, ইরানের ইসলামি বিপ্লবের পরপরই ইমাম খোমেনী (রহ.) এবং তারপর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের মুসলমানরা ইসলামি চিন্তাধারা ও দর্শনের প্রতি আগ্রহী হয়ে পড়ে এবং নিজেদের দেশ থেকে দখলদার সেনাদের বহিষ্কার করে।এই ঘটনার উৎকৃষ্ট উদাহরণ আফগানিস্তান থেকে দখলদার মার্কিন সেনা প্রত্যাহার। অচিরেই ইরাক থেকে অবশিষ্ট মার্কিন সেনা এবং তারপর সিরিয়া থেকেও আমেরিকা ও তার মিত্র দেশগুলোর সেনা প্রত্যাহার করা হবে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।