‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ট্রাম্পের রাজনৈতিক আত্মহত্যার সমতুল্য: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77285-ডিল_অব_দ্যা_সেঞ্চুরি’_ট্রাম্পের_রাজনৈতিক_আত্মহত্যার_সমতুল্য_ইরান
ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের কথিত যে শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন তা তার রাজনৈতিক মৃত্যুর কারণ হবে বলে মন্তব্য করেছে ইরান।ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি তেহরানে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ০৭:১৮ Asia/Dhaka
  • ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ট্রাম্পের রাজনৈতিক আত্মহত্যার সমতুল্য: ইরান

ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের কথিত যে শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন তা তার রাজনৈতিক মৃত্যুর কারণ হবে বলে মন্তব্য করেছে ইরান।ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি তেহরানে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন,গোটা ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে তা ইহুদিবাদী ইসরাইলকে হস্তান্তরের অশুভ লক্ষ্যে এই পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। বেলায়েতি বলেন, ট্রাম্পের এই পরিকল্পনায় ক্যাম্প ডেভিড বা অসলো চুক্তির মতো ফিলিস্তনিদের স্বার্থ বিরোধী চুক্তিগুলোকেও উপেক্ষা করা হয়েছে। ওইসব চুক্তিতে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষাকারী কিছু ধারা থাকলেও ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’তে ফিলিস্তিনি জনগণের অধিকারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

ইরানের সহযোগিতায় ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলো বিভিন্ন যুদ্ধে বিজয় লাভ করেছে জানিয়ে বেলায়েতি বলেন, গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলো অন্তত চারটি যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা বলেন, আরব ও মুসলমানরা যখনই সাম্রাজ্যবাদী আমেরিকার সঙ্গে আলোচনায় বসেছে তখনই তাদের পরাজয় হয়েছে। কিন্তু প্রতিরোধ সংগ্রামে অটল থাকলে বিজয় সুনিশ্চিত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।