যেকোনো সময় ভেঙে পড়তে পারে পরমাণু সমঝোতা: ইউকিয়া আমানোর হুঁশিয়ারি
(last modified Fri, 07 Oct 2016 10:37:28 GMT )
অক্টোবর ০৭, ২০১৬ ১৬:৩৭ Asia/Dhaka
  • যেকোনো সময় ভেঙে পড়তে পারে পরমাণু সমঝোতা: ইউকিয়া আমানোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা যে কোনো সময় ভেঙে পড়তে পারে।

তিনি জার্মানির বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে এ ব্যাপারে সতর্ক করে দিয়ে আরো বলেছেন, ঐতিহাসিক পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সামান্যতম ভুল বড় ধরণের বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে যেকোনো গড়িমসি সবাইকে ভয়াবহ রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিত পারে যার নেতিবাচক প্রভাব পড়বে গোটা পরমাণু চুক্তির ওপর।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র প্রতিবেদনে বলা হয়েছে পরমাণু ক্ষেত্রে ইরান সব প্রতিশ্রুতি পালন করেছে। এ ছাড়া, উরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ও সেন্ট্রিফিউজের সংখ্যা কমিয়ে এনে চুক্তি বাস্তবায়নে সদিচ্ছার প্রমাণ দিয়েছে ইরান। অন্যদিকে পরমাণু সমঝোতা অনুযায়ী আমেরিকা প্রতিশ্রুতি  পালন না  করায় ইরান এর তীব্র সমালোচনা করেছে।  ইরানের সঙ্গে অন্য দেশের বাণিজ্য ও ব্যাংকিং সহযোগিতায় বাধা না দেয়ার জন্যও তেহরান ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।#    

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৭

 

 

ট্যাগ