মানবাধিকারের মার্কিন সংস্করণই সন্ত্রাসীদেরকে রক্ষা করছে: ইরান
(last modified Wed, 26 Oct 2016 11:59:04 GMT )
অক্টোবর ২৬, ২০১৬ ১৭:৫৯ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান

মানবাধিকারের মার্কিন সংস্করণ উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের স্বার্থে কাজ করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান।তিনি বলেছেন, সন্ত্রাসীরা যখনই যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখে পড়ে তখনই ওয়াশিংটন এবং তার মিত্ররা তাদেরকে রক্ষায় এগিয়ে আসে।

ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান আজ (বুধবার) বলেছেন, মানবাধিকারের মার্কিন সংস্করণ  দায়েশ এবং আন-নুসরা গোষ্ঠীর মতো উগ্র সন্ত্রাসীদেরকে রক্ষা করার কাজে লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, যখন সন্ত্রাস বিরোধী লড়াই সফলতার কাছাকাছি অবস্থানে চলে আসে তখন ওয়াশিংটন এবং তার মিত্ররা প্রতরণাপূর্ণ যুদ্ধবিরতি বা কথিত শান্তি প্রক্রিয়া  শুরুর মাধ্যমে সন্ত্রাসীদেরকে রক্ষা করা এবং তাদেরকে নির্মূলে বাধা দেয়ার চেষ্টায় থাকে।

জেনারেল হোসেইন দেহকান আরো বলেন, ওয়াশিংটন এবং তার মিত্রদেশগুলো উগ্র সন্ত্রাসীদের অপরাধযজ্ঞের বিষয়ে নিরব ভূমিকা পালন করে আসছে। এমনকি এসব সন্ত্রাসীরা যাতে আরো নৃশংসতা চালাতে পারে সেই লক্ষ্যে তারা এদেরকে আরো গোয়েন্দা এবং রাজনৈতিক সমর্থনের মাধ্যমে সহায়তা দিয়ে থাকে।

তিনি বলেন, একদিকে তারা মানবাধিকারের সমর্থন দিচ্ছে; অন্যদিকে আন-নুসরা গোষ্ঠীকে সহযোগিতা দিচ্ছে। অথচ সংঘর্ষ পীড়িত এলাকা ত্যাগে বেসামরিক ব্যক্তিদেরকে বাধা দিচ্ছে আন-নুসরা। এ গোষ্ঠীট সম্প্রতি জাবহাত ফাতেহ আশ-শাম হিসেবে আত্মপ্রকাশ করেছে।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৬

 

ট্যাগ