মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার পরিণতি হবে ভয়াবহ: ইরানের হুঁশিয়ারি
(last modified Sun, 06 Nov 2016 01:00:28 GMT )
নভেম্বর ০৬, ২০১৬ ০৭:০০ Asia/Dhaka
  • আলী আকবার বেলায়েতি
    আলী আকবার বেলায়েতি

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিভক্ত করে ফেলার মার্কিন ও পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান বলেছে, মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার পরিণতি হবে ‘ভয়াবহ’। তেহরান সফররত তিউনিশিয়ার একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়েতি।

তিনি বলেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো সিরিয়াকে চার খণ্ডে, ইরাককে তিন খণ্ডে এবং ইয়েমেনকে দুই খণ্ডে বিভক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মধ্যপ্রাচ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে তিনি সতর্ক করে দেন।

বেলায়েতি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সহযোগিতায় নিজের অশুভ লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে মুসলিম দেশগুলোতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে আমেরিকা। এসব দেশকে দুর্বল করে সেগুলোকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে এ কাজে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার মূল লক্ষ্য।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, মুসলিম দেশগুলোতে রয়েছে প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার যার মাধ্যমে তারা বিশ্ব পরিচালনায় গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কিন্তু এসব দেশকে খণ্ড-বিখণ্ড করে ফেলা হলে সেসব ছোট ছোট দেশে গঠিত সরকারগুলো থাকবে মারাত্মক দুর্বল এবং আমেরিকার হাতের পুতুল।

ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশে চলমান সহিংসতার  দ্রুত অবসান হবে বলে আশা প্রকাশ করে ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬

 

ট্যাগ