‘ওমানে ভারী পানি পাঠিয়েছে ইরান’
(last modified Mon, 21 Nov 2016 00:57:04 GMT )
নভেম্বর ২১, ২০১৬ ০৬:৫৭ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি
    ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি

ইরানের পরমাণু চুল্লিতে উৎপাদিত কিছু ভারী পানি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ওমানে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি আজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে উৎপাদিত ভারী পানি বিক্রির জন্য বেশ কিছু দেশ ও কোম্পানির সঙ্গে কথা হয়েছে। এরই জের ধরে কিছু উদ্বৃত্ত ভারী পানি ওমানে পাঠানো হয়েছে।অদূর ভবিষ্যতে  দেশটিতে এ ধরনের আরো পানি পাঠানো হবে বলে তিনি জানান।

চলতি মাসের গোড়ার দিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ তার ত্রৈমাসিক রিপোর্টে দাবি করে, ইরানের ভারী পানির মজুদ ১৩০ টনের নির্ধারিত সীমা অতিক্রম করেছে। ২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ওই সীমা বেধে দেয়া হয়েছিল।

কামালভান্দি এর আগে আইএইএ’র ওই রিপোর্টের প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ভারী পানিসহ সব ক্ষেত্রে পরমাণু সমঝোতা মেনে চলছে তেহরান।

চলতি বছরের জানুয়ারি মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সই হওয়া পরমাণু সমঝোতার বাস্তবায়ন শুরু হয়। ওই সমঝোতা অনুযায়ী ইরান এরইমধ্যে নিজের শান্তপূর্ণ পরমাণু কর্মসূচি সংক্রান্ত সব প্রতিশ্রুতি পূরণ করলেও তেহরানের ওপর থেকে এখনো সব নিষেধাজ্ঞা তুলে নেয়নি পাশ্চাত্য।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১

ট্যাগ