ইরান সীমান্তে এক দায়েশ কমান্ডার নিহত
(last modified Wed, 30 Nov 2016 04:27:17 GMT )
নভেম্বর ৩০, ২০১৬ ১০:২৭ Asia/Dhaka
  • ইরানের নিরাপত্তা বাহিনীর একদল সদস্য
    ইরানের নিরাপত্তা বাহিনীর একদল সদস্য

ইরানের পশ্চিম সীমান্তে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের এক কমান্ডার নিহত হয়েছে। ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আবু আইশা আল-কুরদি নামের ওই দায়েশ কমান্ডার তার কিছু সহযোগীসহ নিহত হয়েছে।

দায়েশের এই দলটি ইরানের রাজধানী তেহরানে এসে সন্ত্রাসবাদ ও নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করেছিল বলে তিনি জানান।

ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি

ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে তার মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করে আলাভি জানান, এ পর্যন্ত রাজধানী তেহরানে হামলা চালানোর বেশ কয়েকটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এসব ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান গোয়েন্দামন্ত্রী।

এর আগে গত ১৬ ও ১৮ সেপ্টেম্বর ইরানের পশ্চিমাঞ্চলে আলাদা দু’টি অভিযান চালিয়ে ইরাক-ভিত্তিক দু’টি জঙ্গি গোষ্ঠীর চার সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করে ইরানের নিরাপত্তা বাহিনী। এ ছাড়া, ২০ সেপ্টেম্বর ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বালুচিস্তান প্রদেশ থেকে দুই পাকিস্তানি জঙ্গিকে আটক করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ওই বাহিনী পরে এক বিবৃতিতে জানায়, এসব জঙ্গিকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছে সৌদি আরব এবং তাদেরকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে ইরানের কয়েকটি শত্রু দেশ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০

 

ট্যাগ