‘আফগানিস্তানকে নিরাপদ, স্থিতিশীল ও উন্নত দেখতে চায় ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i27490-আফগানিস্তানকে_নিরাপদ_স্থিতিশীল_ও_উন্নত_দেখতে_চায়_ইরান’
আফগানিস্তানকে একটি নিরাপদ, স্থিতিশীল ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কাজে ইরানের সরকার ও জনগণ সব সময় কাবুলের পাশে থাকবে। এ আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৬ ০৬:১৩ Asia/Dhaka
  • অমৃতসর সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী (ডান থেকে তৃতীয়)
    অমৃতসর সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী (ডান থেকে তৃতীয়)

আফগানিস্তানকে একটি নিরাপদ, স্থিতিশীল ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কাজে ইরানের সরকার ও জনগণ সব সময় কাবুলের পাশে থাকবে। এ আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি ভারতের অমৃতসরে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে দেয়া ভাষণে আরো বলেছেন, পাঁচ বছর আগে আফগানিস্তানকে সব ক্ষেত্রে সহযোগিতা দিতে শুরু করেছিল ইরান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আফগানিস্তানে মাদকের চাষ এবং উগ্র সন্ত্রাসবাদের বিস্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর আফগানিস্তানে মাদকদ্রব্যের উৎপাদন ৪৩ শতাংশ বেড়েছে। এর ফলে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে যাওয়ার পাশাপাশি মাদক চোরাচালানের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

আফগানিস্তানে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের পাশবিকতা বেড়ে গেছে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, আফগান সরকার যে শান্তি প্রক্রিয়া শুরু করেছে তার প্রতি আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে দেশটি সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে পারবে।

রোববার ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে দেয়া ভাষণে ইরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত চাবাহার সমুদ্রবন্দরের উন্নয়নে তেহরান, নয়াদিল্লি ও কাবুলের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথাও উল্লেখ করেন জারিফ। তিনি বলেন, এই সমঝোতা বাস্তবায়িত হলে চারিদিক দিয়ে ভূমি পরিবিষ্ট আফগানিস্তান খুব সহজে সমুদ্রবন্দর ব্যবহার করতে পারবে যার ফলে দেশটির অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫