সময়মতো মার্কিন নিষেধাজ্ঞা নবায়নের জবাব দেয়া হবে: ইরান
(last modified Tue, 06 Dec 2016 17:06:44 GMT )
ডিসেম্বর ০৬, ২০১৬ ২৩:০৬ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি
    ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়নের বিষয়ে সময়মতো জবাব দেয়া হবে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ইরান বিষয়টিতে কঠিন ও উপযুক্ত জবাব দেবে।

ড. বেলায়েতি বলেন, “যদি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান-বিরোধী বিলে সই করেন এবং তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা নবায়ন করে তাহলে ইরান নিশ্চয় শক্ত ও সঠিক জবাব দেবে।” রাজধানী তেহরানে আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ড. বেলায়েতি।

গত বুধবার মার্কিন সিনেট সর্বসম্মতভাবে ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য একটি বিল পাস করেছে। এ বিলে প্রেসিডেন্ট ওবামা সই করলে তা আইনে পরিণত হবে এবং আরো ১০ বছরের জন্য তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইরান বলছে, এ বিল পাস করার মধ্যদিয়ে আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে।

সংবাদ সম্মেলনে ইরানের এ কর্মকর্তা সিরিয়া এবং রাশিয়া প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি জানান, সিরিয়ার চলমান সংকটে দেশটির সরকারকে সহায়তা করার বিষয়ে ইরান ও রাশিয়া দৃঢ় অবস্থানে রয়েছে। এ সময় তিনি চলতি সপ্তাহে রুশ কর্মকর্তাদের তেহরান সফরের বিষয়টি তুলে ধরে বলেন, রুশ সরকার সিরিয়াকে সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬

ট্যাগ