সিরিয়ায় আমেরিকা ও ইসরাইলের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: ইরান
(last modified Mon, 19 Dec 2016 01:06:15 GMT )
ডিসেম্বর ১৯, ২০১৬ ০৭:০৬ Asia/Dhaka
  • রোববার তেহরানে বেলায়েতির (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন ল্যাভরান্তিয়েভ
    রোববার তেহরানে বেলায়েতির (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন ল্যাভরান্তিয়েভ

সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার যে ষড়যন্ত্র আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল করেছিল তা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, সিরিয়াকে কয়েক খণ্ডে বিভক্ত করার যে ষড়যন্ত্র সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা করেছিল আলেপ্পো পুনর্দখলের মাধ্যমে তা ব্যর্থ হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার  আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি রোববার তেহরানে রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভরান্তিয়েভের সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমেরিকা, ইসরাইল ও তাদের আঞ্চলিক দোসররা সিরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশটিকে খণ্ড-বিখণ্ড করে ফেলতে চেয়েছিল।  এ কাজে তাদের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্ট ভেঙে দিয়ে তেল আবিবের স্বার্থ রক্ষা করা।

কিন্তু সিরিয়ার জনগণ ও সেনাবাহিনী ইরান, হিজবুল্লাহ ও প্রতিরোধ ফ্রন্টের সহযোগিতায় বিদেশিদের সে ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের  সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সঙ্গে তার দেশের কৌশলগত ও ক্রমবর্ধনশীল সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, দু’দেশ নিজেদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে।

সংবাদ সম্মেলনে ল্যাভরান্তিয়েভ আলেপ্পোর পুনর্দখলকে সিরিয়া থেকে সন্ত্রাসবাদ উৎখাতের পথে বিশাল বিজয় বলে উল্লেখ করেন।  এ বিজয়কে ধরে রাখতে সিরিয়ার সেনাবাহিনীকে সব ধরনের সমর্থন দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯

ট্যাগ