সিরিয়ার সরকার ও জনগণকে পরিত্যাগ করবে না ইরান: বেলায়েতি
(last modified Wed, 04 Jan 2017 02:23:55 GMT )
জানুয়ারি ০৪, ২০১৭ ০৮:২৩ Asia/Dhaka
  • মঙ্গলবার তেহরানে বেলায়েতির সঙ্গে সাক্ষাৎ করেন মালিকি
    মঙ্গলবার তেহরানে বেলায়েতির সঙ্গে সাক্ষাৎ করেন মালিকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ার সরকার ও জনগণকে একা হতে দেবে না তেহরান। ইরান সফররত ইরাকি ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালিকির সঙ্গে এক বৈঠকের পর তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা জানান বেলায়েতি।

ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থায়ই প্রতিরোধ আন্দোলন ও ফ্রন্টগুলোর প্রতি সমর্থন দেয়া বন্ধ করবে না।  ইহুদিবাদী ইসরাইল বিরোধী এসব ফ্রন্টের অন্যতম হচ্ছে সিরিয়ার সরকার ও জনগণ। ”

সিরিয়ায় শান্তিও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ইরান ও রাশিয়া যেসব পদক্ষেপ নিয়েছে তা দামেস্ক সরকারের অনুমতি সাপেক্ষে করা হয়েছে বলেও মন্তব্য করেন বেলায়েতি।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, তেহরান মনে করে সিরিয়ার ভবিষ্যত নির্ধারণ করার একমাত্র অধিকার রয়েছে দেশটির জনগণের।  ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনের ওপরও জোর দেন তিনি।

ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালিকি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে শনিবার তেহরান সফরে আসেন। এরইমধ্যে তিনি প্রেসিডেন্ট হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪

ট্যাগ