ইরানকে আগের অবস্থায় ফিরে যেতে বাধ্য করবেন না: সালেহি
(last modified Wed, 25 Jan 2017 00:38:34 GMT )
জানুয়ারি ২৫, ২০১৭ ০৬:৩৮ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি
    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে ইরান পরমাণু কর্মসূচির দিক দিয়ে আগের চেয়ে অনেক ভালো অবস্থায় ফিরে যাবে।

পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরুর প্রথম বার্ষিকী উপলক্ষে বার্তা সংস্থা ইসনাকে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই সমঝোতা বাস্তবায়ন না করার জন্য আমেরিকাকে অভিযুক্ত করেন। সালেহি বলেন, ইরান আগের চেয়ে বেশি মাত্রায় পরমাণু তৎপরতা শুরু করতে পারে কিন্তু তেহরান তা করবে না; কারণ, ইরান এই সমঝোতা আগে লঙ্ঘন করতে চায় না।

সালেহি বলেন, আমেরিকা এখন পর্যন্ত এ সমঝোতা বাস্তবায়নে বিশেষ কিছু করেনি এবং যেভাবে বাস্তবায়ন করতে পারত সেভাবে তা করেনি। বিশেষ করে ওয়াশিংটন ইরানের সঙ্গে ব্যাংকিং লেনদেন শুরু করতে বিশ্বের বড় ব্যাংকগুলোর প্রতি সবুজ সংকেত দিতে পারত কিন্তু দেয়নি। এ কারণে এসব ব্যাংক ইরানে আসতে ভয় পাচ্ছে। তারা ইরানের সঙ্গে লেনদেন শুরু করার জন্য আমেরিকার কাছ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা চায়।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালেহি বলেন, সামনাসামনি আমেরিকা এমন ভাব দেখাচ্ছে যে, সব সমস্যার সমাধান করে দিয়েছে। কিন্তু পর্দার আড়ালে সে কোনো কাজ তো করেইনি বরং উল্টো সব সমস্যা জিইয়ে রাখার চেষ্টা করেছে।

তিনি ইরানকে পরমাণু সমঝোতার পূর্ব অবস্থায় ফিরে যেতে বাধ্য না করার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫

ট্যাগ