ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করুন: ইরানের সংসদ সদস্যদের আহ্বান
-
ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির অধিবেশন
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন সেদেশের সংসদ সদস্যরা। একই সঙ্গে তারা দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কর্মসূচিকে আরো বেগবান ও গতিশীল করারও আহ্বান জানিয়েছেন।
বুধবার ২২০ সংসদ সদস্য এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শক্তিশালী করতে হবে যাতে দেশের নিরাপত্তাকে নিশ্ছিদ্র করা যায়।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের বড় শক্তিগুলোর মতো ইরান পারমাণবিক, রাসায়নিক বা জীবাণু অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্র দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না। অন্য কোনো দেশের ওপর আগ্রাসন চালানোরও কোনো ইচ্ছে তেহরানের নেই। তবে আক্রান্ত হলে আগ্রাসী বাহিনীকে সমুচিত জবাব দেয়ার জন্য সামরিক সক্ষমতাকে শক্তিশালী করছে তেহরান।
ইরানি সংসদ সদস্যদের বিবৃতিতে বলা হয়, যেসব দেশ ইরানের সামরিক শক্তি বাড়ানোর বিরোধিতা করছে তাদের দাবি অযৌক্তিক। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ইরান ২২৩১ নম্বর প্রস্তাবসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবই লঙ্ঘন করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২